১০ তারিখ কালো মেঘ ছিল, মানুষ আতঙ্কে ছিল। সেই আতঙ্ক দূর হয়েছে। মানুষ এখন স্বস্তিতে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কাদের বলেন, ‘আজকে বিদেশি দূতাবাস সহিংসতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে, উদ্বেগ প্রকাশ করে। পুলিশের ওপর যখন হামলা হয়, মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে তখন কোথায় যায় মানবাধিকার? কিসের মানবাধিকার!
‘আপনার দেশে প্রতিদিন নারী ধর্ষিত হচ্ছে। যখন ফিলিস্তিনে সাংবাদিককে হত্যা করা হয়, তখন কি মানবাধিকার লঙ্ঘন হয় না। প্রতিদিন ফিলিস্তিনে রক্ত ঝরছে, লাশ নিয়ে মিছিল করছে তারা। আপনারা কিছু করতে পারছেন? পারেন নাই।’
তিনি আরও বলেন, ‘জাতিসংঘ বড় বড় কথা বলে। তারা ইউক্রেন রাশিয়া যুদ্ধ কি বন্ধ করতে পেরেছে? নিষেধাজ্ঞা দিয়ে আমাদের বিপদে ফেলেছে। আমরা গরিব দেশ, উন্নয়নশীল দেশ হয়েছি।’
কাদের বলেন, ‘বিএনপিকে বলব নোংরা ভাষায় কথা বলবেন না। আওয়ামী লীগের সাইড থেকে বলা শুরু করলে পালানোর সুযোগ পাবেন না। আওয়ামী লীগ বেগম খালেদা বলে। হাসিনা-হাসিনা বলাটা বেয়াদবি।’
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাাঁপা, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আগামী তিন বছরের জন্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সর্বশেষ ২০১৫ সালের ১৭ জানুয়ারিতে সম্মেলনের মাধ্যমে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছিল।