বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রয়েস্টা। রোববার বিকেল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়ে বলেন, বৈঠকে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রয়েছেন।
বৈঠক শেষে ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জার্মান রাষ্ট্রদূত ও তাদের ফরেন মিনিস্ট্রির আরেক ভদ্রলোকের সঙ্গে আমাদের একান্ত বৈঠক হয়েছে। সব বৈঠকই একান্ত ব্যক্তিগত বৈঠক, দ্বিপাক্ষিক বৈঠক। এসব বৈঠকে আলোচ্য বিষয় বাইরে না যাওয়াই ভালো এবং এটাই প্র্যাকটিস।
‘কূটনৈতিক এসব কার্যক্রম রুটিনওয়ার্ক। এর মাধ্যমে একটি দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিষয়গুলো নিজে দেশে রিপোর্ট করতে হয় তাদের, এটা তাদের দায়িত্ব।’
বিএনপি নয়াপল্টন ছেড়ে গোলাপবাগে সমাবেশ করেছে। এতেই বিএনপির অর্ধেক পরাজয় হয়েছে- ক্ষমতাসীনদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আমির খসরু বলেন, ‘জয়-পরাজয়ের সিদ্ধান্ত নেবে জনগণ। জনগণ যখন ভোট দেয়ার সুযোগ পাবে তখনই বোঝা যাবে কে পরাজয় বরণ করেছে। এমন বিষয় নিয়ে কথা বলতে চাই না।’