বাগেরহাটের মোরেলগঞ্জে টুটুল হাওলাদার নামে ১৪ বছর বয়সী এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে রুবেল সমাদ্দার নামে এক বাকপ্রতিবন্ধী দোকানির বিরুদ্ধে।
শুক্রবার রাতে উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে রুবেলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
শনিবার সন্ধ্যায় মোংলা উপজেলার চায়না মার্কেট এলাকা থেকে ২৫ বছর বয়সী অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী, ঘটনাস্থলের অদূরে রাস্তার পাশে পুঁতে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও টর্চলাইট উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় এখনও মামলা করেনি নিহতের পরিবার। নিহত টুটুল গুলিশাখালী গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। গ্রেপ্তার রুবেল একই এলাকার আলমগীর সমাদ্দারের ছেলে।
সাব্বির নামে প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, কয়েক দিন আগে দোকানের সামনে বসা অবস্থায় টুটুলকে ইশারায় ডেকেছিলেন রুবেল। এতে সাড়া না দেয়ায় সে সময় টুটুলের শরীরে পানি ছুড়ে মারেন তিনি। এ নিয়ে পরে দুজনের মধ্যে মারামারি হয়। বিষয়টি সে সময় সমাধানও হয়ে যায়।
শুক্রবার রাতে টুটুল রুবেলের দোকানের সামনে বসা ছিলেন। একপর্যায়ে দোকানের সামনের লোকজন কমে গেলে রুবেল হঠাৎ করে টুটুলকে ছুরি মেরে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় টুটুলকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জেলা পুলিশের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।