নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি আর সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় সমাবেশে দলটির সাত সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
একই সমাবেশ থেকে জাতীয় পার্টিকেও সংসদ থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বিএনপি। এর জবাবে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, ‘এত প্রেম কিসের?’
জাতীয় পার্টির সংসদ সদস্যরা বলছেন, বিএনপির এমন আহ্বানের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সংসদ থেকে তাদের পদত্যাগের কোনো সিদ্ধান্ত নেই।
বিএনপি জানিয়েছে, শনিবার সংসদ থেকে পদত্যাগকারী বিএনপির সংসদ সদস্যরা বেলা ১১টায় স্পিকারের কাছে তার কার্যালয়ে পদত্যাগপত্র প্রদান করবেন। গোলাপবাগের দলীয় ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে এমন ঘোষণা দলের সংসদ সদস্যারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সিদ্ধান্তে এই পথে যাচ্ছেন বলে সমাবেশে জানান দলটির সংসদ সদস্যরা।
বিএনপির ৭ এমপি (ওপরে বাঁ থেকে)- মো. হারুনুর রশীদ, জি এম সিরাজ, মো. মোশারফ হোসেন; (নিচে বাঁ থেকে) মো. আমিনুল ইসলাম, মো. জাহিদুর রহমান, আবদুস সাত্তার ভুঁইয়া ও রুমিন ফারহানা। ছবি কোলাজ: নিউজবাংলা
বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জি এম) সিরাজ দলের পক্ষ থেকে শনিবারের সমাবেশে সংসদ থেকে দলীয় সদস্যদের একযোগে পদত্যাগের ঘোষণা দেন। এর পর বিষয়টি নিয়ে কথা বলেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, ‘এই সংসদে থাকা-না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা ইতোমধ্যে আমাদের পদত্যাগপত্র ই-মেইলে পাঠিয়ে দিয়েছি। আজকে শনিবার ছুটির দিন। আগামীকাল সংসদ সদস্যরা স্পিকারের কাছে এই পদত্যাগপত্র পৌঁছে দেবেন।’
বিএনপির ওই সমাবেশ থেকে জানানো হয়, দলটির সাতজন সংসদ সদস্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ হারুনুর রশীদ দেশের বাইরে আছেন। তবে তিনিও পদত্যাগপত্রে সই করে গেছেন।
সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, ‘আমাদের সাতজন সদস্য সংসদ থেকে পদত্যাগ করছেন। জাতীয় পার্টিকে বলব, আপনারাও পদত্যাগ করে জনগণের কাতারে আসুন।’
বিএনপির এমন আহ্বানে সাড়া দেবেন কি না, জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু নিউজবাংলাকে বলেন, ‘এত প্রেম কিসের যে তারা পদত্যাগ করলেই আমরা করব? আমরা তো একসঙ্গে আন্দোলন করি না। কিংবা তাদের সঙ্গে তো আমাদের কোনো বোঝাপড়াও নেই।
‘বিএনপির রাজনীতি তাদের বিষয়। আমরা নিজস্ব রাজনীতি করি। দলে এমন কোনো সিদ্ধান্ত, চিন্তা আমাদের নেই। তাদের এ আহ্বানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’
জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য ও দলের কো-চেয়ারম্যান আবু হোসেন বাবলা নিউজবাংলাকে বলেন, ‘বিএনপির এমন আহ্বানে সাড়া দেয়ার প্রশ্নই ওঠে না।’
‘এটা তো বিএনপির নিজস্ব ব্যাপার। জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। আমরা সত্যিকার অর্থে সাংবিধানিকভাবেই আগামীতে নির্বাচন করব এবং সে হিসেবেই প্রস্তুত হব।’
জাতীয় পার্টি বর্তমানে জাতীয় সংসদে প্রধান বিরোধী দল। দলটির মোট ২৬ জন সংসদ সদস্য রয়েছেন। আর ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচন সুষ্ঠু হয়নি, এমনকি আগের দিন ভোট হয়ে গেছে- এমন অভিযোগ তোলার পরও সংসদে বিএনপির ৭ সংসদ সদস্য শপথ নেন। যারা গোলাপবাগে দলের বিভাগীয় গণসমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন।
বিএনপির ওই সংসদ সদস্যরা শপথ নেয়ার আগে বিএনপি সংসদে যোগ না দিয়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছিলেন। তবে বগুড়ার গাবতলী থেকে নির্বাচিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নিলেও শপথ নেয়ার সময়সীমার শেষ দিন ২০১৯ সালের ২৯ এপ্রিল শপথ নেন চার সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আব্দুল সাত্তার ভুঁইয়া।
ওই নির্বাচনে বিএনপি জয় পায় কেবল ছয়টি আসনে। এর মধ্যে বগুড়া-৬ আসন থেকে জয় পাওয়া মির্জা ফখরুল শপথ নেবেন না জানিয়ে দিলেও ঠাকুরগাঁও-৩ থেকে নির্বাচিত জাহিদুর রহমান সবার আগেই শপথ নেন। এরপর জাতীয় সংসদের ৩০০টি আসনে আনুপাতিক হারে বিএনপি সংরক্ষিত নারী আসনের একটি পায়। দলটি মনোনয়ন দেয় রুমিন ফারহানাকে।