লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হোসাইন জানান, মিয়ানমার সীমান্ত থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রহমতের বিল এলাকা থেকে শুক্রবার রাতে আইসসহ একজনকে আটক করা হয়।
কক্সবাজারের উখিয়া পালংখালী সীমান্ত দিয়ে প্রবেশের সময় ক্রিস্টাল মেথ বা আইসসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদি হোসাইন শনিবার বেলা ৩টার দিকে এসব তথ্য জানান।
জব্দ আইসের পরিমাণ ২ কেজি ৩৬ গ্রাম।
মেহেদি হোসাইন জানান, মিয়ানমার সীমান্ত থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রহমতের বিল এলাকা থেকে শুক্রবার রাতে আইসসহ একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।