রাজধানীতে বিএনপির বিভাগীয় সমাবেশের দিনে সিলেটের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
দলটির নেতাদের ভাষ্য, বিএনপির ‘সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য’ প্রতিহত করতে এ অবস্থান নেয়া হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কের চন্ডিপুল এলাকায় শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট-৩ আসনের সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা অবস্থান নেন।
আওয়ামী লীগ নেতারা জানান, সিলেটের বিভিন্ন উপজেলা ও নগরীতে দলের নেতা-কর্মীরা সতর্ক অবস্থায় রয়েছেন। চলমান আন্দোলন কর্মসূচির অজুহাতে বিএনপি কোনো ধরনের নাশকতার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।
এমপি হাবিবুর রহমান বলেন, “ঢাকায় ‘বেআইনি’ সমাবেশকে কেন্দ্র করে বিএনপি সারা দেশে নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তারা ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে এবং সরকারি সম্পত্তি ধ্বংস করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তাই এসব প্রতিরোধে আমরা মাঠে রয়েছি।”
চন্ডিপুল এলাকায় সমাবেশও করেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। ওই সময় বিএনপি ও দলটির নেতাদের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা যায় তাদের।
বিকেলে বিএনপির বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ এনে প্রতিবাদে নগরে মিছিল করে যুবলীগ।
চন্ডিপুল এলাকার অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সহসভাপতি মাসুক উদ্দিন, রফিকুল ইসলাম, রাজ্জাক হোসেন, আজির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নেছার আলীসহ অনেকে।