বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কমলাপুরে ২ মোটরসাইকেলে আগুন

  •    
  • ১০ ডিসেম্বর, ২০২২ ১৫:৩১

সবুজবাগ জোনের অতিরিক্ত উপকমিশনার আক্তারুল ইসলাম নিউজবাংলাকে জানান, ফুটওভার ব্রিজের নিচে দুটি বাইকে আগুন দেয়ার খবরে আমরা ছুটে এসেছি। আগুন নিভিয়ে বাইকগুলো থানায় নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। বাইকগুলোর মালিক হিসেবেও কাউকে পাচ্ছি না, কেউ দাবিও করছে না। বাইকগুলোর নাম্বারপ্লেট পুড়ে গেছে। আমরা নাম্বারপ্লেটগুলো দেখে নাম্বার বের করে মালিককে খোঁজার চেষ্টা করব।

রাজধানীর কমলাপুর ফুটওভার ব্রিজের নিচে দুটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন লাগার খবর পান।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য জানিয়েছেন।

জানতে চাইলে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, 'আমাদের থানা এই এলাকায় নয়। সবুজবাগ থানা এলাকায় মোটরসাইকেলে আগুন লেগেছে।'

সবুজবাগ থানার পরিদর্শক(অপারেশন) আসগর আলী বলেন, মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনাটি মুগদা হাসপাতালের সামনে ঘটেছে। এটি মুগদা থানার আওতাধীন।

মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান নিউজবাংলাকে বলেন, সবুজবাগ থানা এলাকায় দুটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে এখনো জানা যায়নি।

সবুজবাগ জোনের অতিরিক্ত উপকমিশনার আক্তারুল ইসলাম নিউজবাংলাকে জানান, ফুটওভার ব্রিজের নিচে দুটি বাইকে আগুন দেয়ার খবরে আমরা ছুটে এসেছি। আগুন নিভিয়ে বাইকগুলো থানায় নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। বাইকগুলোর মালিক হিসেবেও কাউকে পাচ্ছি না, কেউ দাবিও করছে না। বাইকগুলোর নাম্বারপ্লেট পুড়ে গেছে। আমরা নাম্বারপ্লেটগুলো দেখে নাম্বার বের করে মালিককে খোঁজার চেষ্টা করব।' কে বা কারা আগুন দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, 'আমরা আগুনের খবর পেয়ে ছুটে এসেছি। কারা দিয়েছে, এখনো জানতে পারিনি।'

এ বিভাগের আরো খবর