দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য, তাণ্ডব ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ।
জেলা যুবলীগের আয়োজনে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে শহরের শহীদ রফিক সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খালপাড় শহীদ রফিক চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি, সদস্য সৌমিত্র সরকার, মনিরুল ইসলাম মনি, সদর যুবলীগের সভাপতি মো. খলিলুর রহমান ও পৌর যুবলীগের সভাপতি মশিউর রহমানসহ যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আব্দুর রাজ্জাক রাজা বলেন, ‘কর্মসূচির নামে বিএনপি জামায়াতের নেতা-কর্মীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। তাদের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের হাত থেকে সাধারণ মানুষ এবং পুলিশও রক্ষা পাচ্ছে না। বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে যুবলীগ মাঠে আছে এবং সব সময় থাকবে।’