বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পথে পথে পুলিশের তল্লাশি ‘মাদক, ছিনতাই, ডাকাতি ঠেকাতে’

  •    
  • ১০ ডিসেম্বর, ২০২২ ১৩:১৪

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হাকিম নিউজবাংলাকে বলেন, ‘পরিবহনে অনেক সময় ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। এছাড়া মাদক পরিবহন করা হয়। তাই নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছি।’

বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে ঘিরে আগের কয়েকদিনের মতো জমায়েতের দিনও সাভার থেকে ঢাকামুখি মহাসড়কে চলছে তল্লাশি। পুশিলের দাবি, জনসভা নয়, ছিনতাই ও ডাকাতি ঠেকাতে তাদের নিয়মিত কাজের অংশ এটি।

সহিংসতা ও নানা নাটকীয়তার পর শনিবারের সমাবেশ স্থল রাজধানীর গোলাপবাগ নির্ধারণের পর আগের দিন বিকালেই নেতা-কর্মীরা যেতে থাকেন মাঠে। রাত হতে না হতেই ভরে যায় মাঠের অর্ধেক। সকাল থেকে বাড়ে মিছিল।

তবে এদিন রাজধানীতে গণপরিবনের দেখা মেলা ভার। দূরের জেলা বা আশেপাশের এলাকা থেকে ঢাকামুখি গাড়ি চলবে না, এমন ঘোষণা না দিয়েই বন্ধ গাড়ির চাকা।

এর মধ্যে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ধউর, নবীনগর-চন্দ্রা মহাসড়কের গাজীপুরের চন্দ্রা এলাকায় চৌকি বসিয়ে তল্লাশি করতে থাকে পুলিশ।

বাস না থাকায় ভোগান্তিতে যাত্রীরা। ছবি: নিউজবাংলা

মানুষের যাতায়াত নেই তেমন, এর মধ্যেও যারা আসছেন, তাদেরকে পড়তে হচ্ছে পুলিশের জেরার মুখে।

সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ নিউজবাংলাকে বলেন, ‘চেকপোস্টে আমরা সতর্ক অবস্থানে আছি। নিরাপত্তা নিশ্চিতে রাতদিন তল্লাশি কার্যক্রম চলছে। বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।’

কেন এই সতর্কতা- জানতে চাইলে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হাকিম নিউজবাংলাকে বলেন, ‘পরিবহনে অনেক সময় ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। এছাড়া মাদক পরিবহন করা হয়। তাই নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছি।’

সড়কে গাড়ির সংখ্যা কেন কম, সে বিষয়ে তিনি জানেন না বলেও দাবি করেছেন তিনি।

বাস প্রায় উধাও হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীদের ভোগান্তি ছিল চরমে। সাভার মডেল কলেজের শিক্ষার্থী সুমনা আক্তারকে প্র্যাকটিক্যাল খাতায় সই করতে যেতে হয়েছে কলেজে যেতে হবে।

তিনি বলেন, ‘সকালে বাসা থেকে বের হয়ে কোন বাস পাইনি। পরে রিকশায় দ্বিগুণ ভাড়া দিয়ে নবীনগর আসছি। সেখান থেকে ফেরার সময় একটা বাস আসলেও ২০ টাকার ভাড়া ৫০ টাকা চাচ্ছে।

‘এরকম হয়রানি কেন করা হচ্ছে সাধারণ মানুষকে এটা বুঝতেছি না। শুনলাম ঢাকায় সমাবেশের কারণ গাড়ি কম রাস্তায়।’

পোশাক শ্রমিক রতনা খাতুন বলেন, ‘সকালে গার্মেন্টসে যামু, কিন্তু স্ট্যান্ডে আইসা বাস পাই নাই। অনেক্ক্ষণ পর রিকশায় জামগড়া দিছি ডাবল ভাড়া দিয়া। এতে দেরি হইছে আমার।’

এ বিভাগের আরো খবর