রাজধানীতে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের ফটকে ঝুলছে তালা। কার্যালয়ের আশপাশের বিভিন্ন অলিগলির প্রবেশমুখে ব্যারিকেড দিয়েছে পুলিশ। বিএনপি তাদের বিভাগীয় সমাবেশ নয়াপল্টনে করতে চাওয়ায় বেশ কিছুদিন এই এলাকা আলোচনায় থাকলেও বর্তমানে চলছে সুনসান নীরবতা।
পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে, কেউ নাশকতার চেষ্টা করলে, সরকারি বা জানমালের কোনো ক্ষতি সাধনের চেষ্টা করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
শনিবার সকালে নয়াপল্টন এলাকায় গিয়ে দেখা গেছে, নাইটিঙ্গেল মোড় থেকে বিএনপির কার্যালয় পর্যন্ত যাওয়ার পথে কয়েক ধাপে পুলিশের অবস্থান। দুই পাশে যত গলি আছে তার প্রতিটিতে ব্যারিকেড দিয়েছে পুলিশ। এ এলাকা প্রায় পথচারীশূন্য। পাঁচ-দশ মিনিট পর দু-একজন পথচারীকে হেঁটে যেতে দেখা গেছে।
নয়াপল্টন এলাকায় পুলিশের সতর্ক অবস্থান। ছবি: নিউজবাংলা
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে গত ১২ অক্টোবর থেকে বিভাগীয় শহরগুলোতে ৯টি সমাবেশ শেষে ১০ ডিসেম্বর রাজধানীতে জমায়েতের ঘোষণা দেয়া হয়।
বিএনপি সমাবেশটি করতে চেয়েছিল নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনের সড়কে। তবে পুলিশ অনুমতি দেয় সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে না গিয়ে নয়াপল্টনেই জড়ো হওয়ার চেষ্টা করলে বুধবার ব্যাপক সংঘর্ষ হয় সেখানে। প্রাণ হারান একজন। এরপর থেকে নয়াপল্টনে অবস্থান নিয়েছে পুলিশ। বিএনপি নেতা-কর্মীরা নয়াপল্টনের কার্যালয়ের কাছে আশপাশে যাওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শুক্রবার পর্যন্ত আটক করা হয় পাঁচ শতাধিক নেতা-কর্মীকে।
শুক্রবার বিকেলে বিএনপি ঘোষণা দেয়, সমাবেশ হবে গোলাপবাগ মাঠে। এরপর থেকে নেতা-কর্মীরা সেখানে জড়ো হতে শুরু করেন।
সন্ধ্যা থেকেই নেতা-কর্মীতে ভরতে শুরু করে গোলাপবাগ মাঠ। শনিবার বেলা ১১টায় সমাবেশ শুরুর আগে ভোর থেকেই মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কে অবস্থান নেন দলটির নেতা-কর্মীরা, যাদের মিছিল আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশস্থল নিয়ে পুলিশের অনুমতির পর শুক্রবার বিকেল থেকেই গোলাপবাগে জমায়েত শুরু হয়। আজ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা যোগ দেন সমাবেশে।
পথচারীশূন্য নয়পল্টনের আশপাশ। ছবি: নিউজবাংলা
সকালে নাইটিঙ্গেল মোড়ে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ‘আমরা আশা করব বিএনপি ডিএমপির নির্দেশনা মোতাবেক শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে। সমাবেশ শেষ করে তারা ফিরে যাবে সেভাবে৷ কিন্তু সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে, কেউ নাশকতার চেষ্টা করলে, সরকারি বা জানমালের কোনো ক্ষতি করার চেষ্টা করলে, ডিএমপি যথাযথ ব্যবস্থা নেবে।’
নয়াপল্টন এলাকায় নিরাপত্তার কাজে ৪০০ পুলিশ মোতায়েন আছে বলে জানান তিনি।
বিপ্লব কুমার বলেন, ‘কিছুদিন আগে বিএনপি সমাবেশের নামে আমাদের পুলিশ সদস্যদের ওপর হামলা করেছে, ইটপাটকেল নিক্ষেপ করেছে৷ আজ ডিএমপির সদস্যদের বলা হয়েছে, তারা যেন সব সময় সতর্ক অবস্থানে থাকে, যাতে কেউ জানমালের কোনো ক্ষতি করতে না পারে।’