বর্ণিল পোশাক পরে ব্যানার হাতে নিয়ে বিভিন্ন স্থান থেকে ঢাকার গোলাপবাগে আসছেন বিএনপির নেতা-কর্মীরা, যাদের স্লোগানে মুখর সমাবেশস্থল ও আশপাশের এলাকা।
গোলাপবাগ মাঠ বিএনপির সমাবেশস্থল হিসেবে নির্ধারণ হওয়ার পর শুক্রবার বিকেল থেকেই নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন, যার ধারাবাহিকতা দেখা যায় শনিবার ভোর হতেই।
নেতা-কর্মীদের আগমনে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘জিয়ার সৈনিক এক হও লড়াই করো’র মতো স্লোগানে মুখর গোলাপবাগ ও আশপাশের এলাকা।
আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্যকে সমাবেশস্থলের আশপাশে টহল দিতে দেখা যায়।
বেলা ১১টায় সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থলে বিএনপি নেতারা বক্তব্য দেয়া শুরু করেন। সমাবেশে কোনো নেতা-কর্মী অসুস্থ হলে রয়েছে চিকিৎসার ব্যবস্থা।
গোলাপবাগে আসা কয়েকজনের সঙ্গে কথা বলেছে নিউজবাংলা, যাদের একজন চট্টগ্রামের ছাত্রদল নেতা মো. তাহের বলেন, ‘ট্রেনে করে এসেছি। আমরা প্রায় ৩০০ লোক এসেছি। আমরা চাই এই সরকারের পতন হোক।
‘আমাদের নেতা-কর্মীদের মেরেছে। এর প্রতিবাদ জানাই। এ ছাড়া যাদের জেলে নেয়া হয়েছে, তাদের অনতিবিলম্বে মুক্তি চাই।’
নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব তাইজুল ইসলাম বলেন, ‘আসার সময় অনেক ঝামেলায় পড়েছি। কিছুটা গাড়িতে, কিছুটা হেঁটে এসেছি।
‘পুলিশ হয়রানি করেছে। একবার তো ভাবছিলাম বাড়ি ফিরে যাব। পরে ডেমরা ব্রিজ হেঁটে পার হয়ে এসেছি।’