বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাবিতে বন্ধ থাকলেও জবিতে দেখানো হচ্ছে খেলা

  •    
  • ৯ ডিসেম্বর, ২০২২ ২২:১৯

বিএনপির সমাবেশ ঘিরে নাশকতার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখানো বন্ধ রয়েছে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখানো হচ্ছে খেলা।

বিএনপির সমাবেশ ঘিরে নাশকতার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখানো বন্ধ রয়েছে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দেখানো হচ্ছে খেলা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করা হয়েছে।

শুক্রবার রাত ৯ টায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল ও ক্রোয়েশিয়া। রাত ১টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এই দুই ম্যাচকে ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনেরের সামনে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে।

এদিকে দুই বড় ম্যাচকে ঘিরে ক্যাম্পাসে ভিড় করেন অসংখ্য শিক্ষার্থী। ঢাবিতে খেলা দেখানো বন্ধের ঘোষণা দেয়ায় আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দর্শক সংখ্যা বেশি হবে বলে মনে করছেন অনেকেই।

তবে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে দিচ্ছে নিরাপত্তাকর্মীরা। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বহিরাগতদের প্রবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা দিয়েছে বলে জানান তারা।

এদিকে বড় দুই ম্যাচকে ঘিরে দলগুলোর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষকে হারিয়ে তাদের দল সেমিফাইনালে যাবে বলে মনে করছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্রাজিল সমর্থক ফাহাদ হোসেন বলেন, ‘ব্রাজিল দুর্দান্ত ফর্মে আছে। নেইমারও দলে ফিরেছে। আজ ব্রাজিল বিশাল ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে যাবে। এবারের বিশ্বকাপটাও ব্রাজিলই জিতবে।’

অন্যদিকে আর্জেন্টাইন সমর্থক সানাউল্লাহ ফাহাদ বলেন, ‘মেসির আর্জেন্টিনা সবসময়ই দুর্দান্ত দল। আজ নেদারল্যান্ডের সঙ্গে জিতে বিশ্বকাপ জয়ে আরেক ধাপ এগিয়ে যাবে। মেসির হাতেই বিশ্বকাপ উঠবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল নিউজবাংলাকে বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাসে খেলা দেখবে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নিরাপত্তাকর্মীদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।’

খেলা দেখানোর ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সতর্ক অবস্থানে রয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘বহিরাগত কাউকে ক্যাম্পাসে ঢুকতে দেয়া হবে না। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলা দেখবে।’

এর আগে, শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মুহসিন হল সহ বিভিন্ন পয়েন্টে খেলা দেখানো বন্ধের ঘোষণা দেয়া হয়। সেখানে প্রতিদিনই প্রায় কয়েক হাজার দর্শক খেলা দেখে আসছিল।

এ বিভাগের আরো খবর