বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

  •    
  • ৯ ডিসেম্বর, ২০২২ ১৮:৩৪

সাভার মডেল থানার ট্যানারী ফাঁড়ির এসআই আব্দুল জলিল জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকার সাভারে জমি নিয়ে বিরোধের জেরে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার হামলায় হোসেন আলী নামে এক ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার ভোর রাতে সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় হোসেনের মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালটির ডিউটি ম্যানেজার ইউসুফ আলী।

এর আগে গত ২৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে রিকশায় চড়ে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন নিহত হোসেন আলী ও তার ভাই খোরশেদ আলম।

এ ঘটনার পর টানা ১৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর হোসেনের মৃত্যু হয়েছে। ৪০ বছর বয়সী নিহত হোসেন সাভার রাজফুলবাড়িয়ার রামচন্দ্রপুর গ্রামের মৃত শফিতুল্লার ছেলে।

থানা সূত্র জানিয়েছে, হামলার দুদিন পর সাভার মডেল থানায় হত্যাচেষ্টার অভিযোগে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সাফুকে প্রধান আসামি করে মামলা করে হোসেনের পরিবার।

সাফু ছাড়াও মামলায় আসামি করা হয় তার সহযোগী আনোয়ার হোসেন, আব্বাস বাদল, কামরুল, নাঈম, আনিস ও মুন্নাসহ অজ্ঞাত ১০-১২ জনকে। তারা সবাই রাজফুলবাড়িয়া এলাকার বাসিন্দা।

মামলায় অভিযোগ করা হয়, জমি নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম সাফু ও নিহত হোসেনের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের জেরে গত ২৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে হোসেন ও তার ভাই খোরশেদ রিকশায় রাজফুলবাড়ীয়া এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন।

এ সময় রামচন্দ্রপুর এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তাদের গতিরোধ করে ছুরি, রামদা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।

এ সময় জ্ঞান হারালে হোসেন ও আশরাফকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে আশপাশের মানুষ। পরে অবস্থার অবনতি হলে হোনেকে এনাম মেডিক্যালের নিউরো আইসিইউতে ভর্তি করা হয়।

অভিযোগের বিষয়ে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সাফু নিউজবাংলাকে বলেন, ‘হোসেনের চাচাত ভাইদের সাথে আমার জমি নিয়ে বিরোধ ছিল। কিন্তু হোসেনের সাথে তো কোনো বিরোধ নেই। তার সাথে আরও অনেক মানুষের ঝামেলা আছে। কে বা কারা তাকে মেরেছে এ বিষয়ে আমি কিছু জানি না। তারা অযথা দোষারোপ করছেন।’

ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। তবে আইনি বা সামাজিকভাবে কেউ অপরাধী হয়ে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

সাভার মডেল থানার ট্যানারী ফাঁড়ির এসআই আব্দুল জলিল জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো খবর