বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনপির সমাবেশ ঘিরে সহিংসতার শঙ্কা দেখছে না পুলিশ

  •    
  • ৯ ডিসেম্বর, ২০২২ ১৭:৩৯

ডিবিপ্রধান হারুন অর রশীদ বলেন, ‘আমাদের যে সিকিউরিটি প্ল্যান, যে সিকিউরিটি প্ল্যান আমরা তৈরি করেছি, আমরা মনে করি না কোনো হামলার পরিকল্পনা আছে। তারপরেও পর্যাপ্তসংখ্যক পুলিশ আমরা রেখেছি, যাতে দুর্বৃত্তরা কোনো ধরনের ঘটনা ঘটাতে না পারে।’

নানা টানাপড়েন শেষে রাজধানীল গোলাপবাগে মাঠে শনিবার সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। এই সমাবেশ ঘিরে কোনো সহিংসতার আশঙ্কা করছে না পুলিশ। এরপরেও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

রাজধানীর ডিবি কার্যালয়ে শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হারুন অর রশীদ বলেন, ‘আমাদের যে সিকিউরিটি প্ল্যান, যে সিকিউরিটি প্ল্যান আমরা তৈরি করেছি, আমরা মনে করি না কোনো হামলার পরিকল্পনা আছে। তারপরেও পর্যাপ্তসংখ্যক পুলিশ আমরা রেখেছি, যাতে দুর্বৃত্তরা কোনো ধরনের ঘটনা ঘটাতে না পারে। সেই লক্ষ্যে পোশাকে, সাদা-পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে, তারা কাজ করবে।’

সমাবেশকে ঘিরে বিএনপিকে নিরাপত্তাসংক্রান্ত কোনো শর্ত দেয়া হয়েছে কিনা জানতে চাইলে ডিবি প্রধান বলেন, ‘আগের শর্তই থাকবে। আমাদের পর্যাপ্তসংখ্যক পুলিশ পোশাকে এবং সাদা-পোশাকে কাজ করছে ও করবে।

‘আমরা সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেছিলাম। সেই নিরাপত্তা আমরা গোলাপবাগ মাঠেও দেব। আমাদের টিম অলরেডি কাজ করছে। আশেপাশের এলাকা তদারকি করছেন। যাতে এই সমাবেশকে ঘিরে কোথাও কোনো অরাজকতা তৈরি না হয়, কোনো ধরনের কোনো ব্যারিকেড সৃষ্টি না হয়।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিবিপ্রধান হারুন অর রশীদ

গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি প্রসঙ্গে ডিবি প্রধান হারুন বলেন, ‘বৃহস্পতিবার বিএনপি প্রতিনিধি দল আমাদের কাছে কমলাপুর স্টেডিয়াম মাঠ আর মিরপুর বাঙলা কলেজ মাঠের কথা বলেছিলেন।

‘এরপর তারা আজকে (শুক্রবার) এসে ঢাকায় সমাবেশ করার জন্য গোলাপবাগ মাঠের কথা বলেন এবং আবেদন করেন। আমরা এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের সঙ্গে কথা বলে তার অনুমতি নিয়ে অনুমতি দিয়েছি।’

ঢাকায় গত ২৪ ঘণ্টায় মোবাইল ফোনের প্রায় সাত লাখ সিম ঢুকেছে বলে যে খবর এসেছে, সে প্রসঙ্গে হারুন অর রশীদ বলেন, ‘আমরা বিষয়টি দেখছি, কোনো অ্যাবনরমালিটি আছে কিনা।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের মতো বিএনপির কেন্দ্রীয় দুই নেতাকে গ্রেপ্তারের কারণে কোনো নাশকতার আশঙ্কা আছে কিনা তাও জানতে চাওয়া হয় ডিবিপ্রধানের কাছে।

জবাবে তিনি বলেন, ‘তারা শান্তিপূর্ণ সমাবেশ করতে চান। এ কারণে তারা (বিএনপি প্রতিনিধি দল) গতকালও এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন। আজও তারা এসে আবেদনপত্র জমা দিয়ে গেছেন। সেখানে তারা চেয়েছেন গোলাপবাগ মাঠ।

‘আমাদের কমিশনার স্যার তাদের গোলাপবাগ মাঠ দিয়ে দিয়েছেন। অতএব আমি মনে করি, তাদের আর কোনো সমস্যা নেই। আমরা মনে করি তারা সুন্দর সমাবেশ করবেন। কোথাও কোনো বিশৃঙ্খলা করবেন না। আমাদের পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য চর্তুপাশে এবং আশেপাশে এলাকাগুলোতে কাজ করবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে আদালতে পাঠানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠিয়েছি। আমরা কোনো রিমান্ড চাইনি।’

এ বিভাগের আরো খবর