বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গভীর রাতে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা কিছু হতে পারে না বলে তিনি মনে করেন।
শুক্রবার রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় জোটের শরিক সংগঠন রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে এ কথা বলেন সরকারবিরোধী নতুন রাজনৈতিক জোটের এই নেতা।
শনিবার রাজধানীতে বিএনপির সমাবেশস্থল নিয়ে বিরোধের মধ্যে বুধবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংঘর্ষের পর গ্রেপ্তার অভিযানের মধ্যে গত রাত তিনটার দিকে পুলিশ মির্জা ফখরুলকে তার উত্তরার এবং শাহজাহানপুর থেকে মির্জা আব্বাসকে তার বাসা থেকে তুলে নিয়ে আসে। পরে নয়াপল্টনে সহিংসতার মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।
মান্না বলেন, ‘রাত তিনটার সময়ে যে ঘটনা ঘটেছে, এর চেয়ে নিন্দাজনক আর কিছু নেই। উভয়পক্ষের মধ্যে জনসভার জায়গা নিয়ে সমঝোতা হয়েছে৷ দুই নেতার জামিন হয়েছে। পরিস্থিতিটা সাধারণের জন্য স্বস্তিকর হয়ে উঠছে, তখন মধ্যরাতে গ্রেপ্তার করতে হয়েছে। এ রকম বর্বরোচিত ঘটনা খুব কম হয়।’
বৃহস্পতিবার মির্জা ফখরুলকে দলীয় কার্যালয়ে যেতে বাধা দেয়ারও সমালোচনা করেন মান্না। তিনি বলেন, ‘দেশ পুলিশি রাষ্ট্র পরিণত হয়েছে। পুলিশ কর্মকর্তা যে ভাষায় কথা বলেছেন, এটাকে আমি বেয়াদবি বলব। ...এটা একটা পুলিশ স্টেট, পুলিশ সিটি।’
আগের দিন দলীয় নেতাদের সঙ্গে আলোচনায় যে হাত দিয়ে আগুন দেবে, সেই হাত পুড়িয়ে দিতে হবে বলে প্রধানমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন নাগরিক ঐক্যের নেতা। বলেন, ‘সারাদেশে আগুন জ্বলাবার কথা যদি প্রধানমন্ত্রী বলেন, সে আগুন নেভাবে কে?’
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।