বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বায়তুল মোকাররম এলাকায় কড়া নিরাপত্তা

  •    
  • ৯ ডিসেম্বর, ২০২২ ১৪:৫০

সকাল থেকেই বায়তুল মোকাররমের সামনে দুটি পুলিশ ভ্যান দেখা যায়। দুপুর ১২টার পর বায়তুল মোকাররম এলাকায় দাঙ্গা পুলিশের সতর্ক অবস্থান লক্ষ করা যায়।

বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের আগের দিন শুক্রবার যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জুমার নামাজের আগে থেকেই মসজিদ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সদস্যের অবস্থান দেখা যায়।

সকাল থেকেই মসজিদের সামনে দুটি পুলিশ ভ্যান দেখা যায়। দুপুর ১২টার পর বায়তুল মোকাররম এলাকায় দাঙ্গা পুলিশের সতর্ক অবস্থান লক্ষ করা যায়।

জাতীয় মসজিদের উত্তর গেট ও পশ্চিম পাশে অবস্থান নেন র‍্যাবসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এ দুই গেটের ভেতরও পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়া প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাঁজোয়া যান।

বায়তুল মোকাররম এলাকায় মুসল্লি ছাড়া পথচারীদের চলাচল সীমিত করে দেয় পুলিশ। জুমার নামাজের আগে দু-একটি ছাড়া বেশির ভাগ দোকানই বন্ধ ছিল।

সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা রবিন হোসেন নিউজবাংলাকে বলেন, ‘আমরা নিরাপত্তার জন্যে এখানে আছি।’

মসজিদ এলাকায় কারও কর্মসূচি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কর্মসূচি নাই, তবে আজকে জুমা মানে তো বড় জমায়েত। অনেক লোক। মুসল্লিদের নিরাপত্তায় আমরা আছি এখানে।’

কর্মসূচি না থাকার পরও এত আয়োজন কেন জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি।

বায়তুল মোকাররমের কাছে দৈনিক বাংলা, গুলিস্তান মোড় ও পল্টনে বাড়তি পুলিশ রয়েছে।

নয়াপল্টনের কাছাকাছি নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পল্টনের সব অলিগলিতেও চেকপোস্ট বসায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

ঢাকায় বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে। রাজধানীর প্রবেশপথগুলোতেও পুলিশের অবস্থান দেখা যায়।

এ বিভাগের আরো খবর