বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যাত্রাবাড়ীতে পুলিশের তল্লাশি

  •    
  • ৯ ডিসেম্বর, ২০২২ ১২:০২

কর্মস্থলে যাওয়ার পথে পুলিশের জেরার মুখে পড়েন সেলুনকর্মী শাহিন। পকেট তল্লাশির পর তাকে ছেড়ে দেয়া হয়। জানতে চাইলে নিউজবাংলাকে তিনি বলেন, ‘এখানে সেলুনে কাজ করি। কাজে যাচ্ছিলাম। আমাকে সন্দেহ করে ডেকে জিজ্ঞেস করল কী করি৷ এরপর পকেট চেক করে ছেড়ে দিল।’

বিএনপির সমাবেশের আগে যাত্রাবাড়ীসহ রাজধানীতে ঢোকার মুখে তল্লাশি অব্যাহত রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে ঢাকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত যাত্রাবাড়ীতে শুক্রবার সকাল থেকে চলছে পুলিশ ও আনসার সদস্যদের তল্লাশি।

খুলনা, বরিশাল, যশোর, চট্টগ্রামসহ দেশের দক্ষিণাঞ্চল থেকে রাজধানীতে ঢোকার বাসগুলোর যাত্রীদের ব্যাগ ও দেহ তল্লাশি ছাড়াও তাদের মোবাইলফোনও পরীক্ষা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আগামীকাল শনিবার ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ। দলটি সমাবেশ করার অনুমতি পেলেও এখনও সমাবেশস্থল চূড়ান্ত হয়নি।

এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের টানাপোড়েন সৃষ্টি হয়। এর ফলে বুধবার বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও শতাধিক আহত হন।

এ ঘটনার পরে অপ্রীতিকর ও নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে তল্লাশি ও নজরদারি করছে পুলিশ। সন্দেহভাজন মনে হলে শরীর, ব্যাগ, এমনকি মোবাইল ফোনও চেক করা হচ্ছে।

কর্মস্থলে যাওয়ার পথে পুলিশের জেরার মুখে পড়েন সেলুনকর্মী শাহিন। পকেট তল্লাশির পর তাকে ছেড়ে দেয়া হয়।

জানতে চাইলে নিউজবাংলাকে তিনি বলেন, ‘এখানে সেলুনে কাজ করি। কাজে যাচ্ছিলাম। আমাকে সন্দেহ করে ডেকে জিজ্ঞেস করল কী করি৷ এরপর পকেট চেক করে ছেড়ে দিল।’

পল্টনে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মাঝে সংঘর্ষের আগে এমন তল্লাশি দেখা যায়নি বলে জানান স্থানীয়রা।

যাত্রাবাড়ী মোড়ে ফলের জুস বিক্রি করেন আবদুল খালেক। নিউজবাংলাকে তিনি বলেন, ‘এর আগে পুলিশের এমন তল্লাশি দেখিনি। আগে সাধারণত ট্রাফিক পুলিশ ডিউটি করতো, আজকে পুলিশ ও আনসার বাহিনীর তল্লাশি দেখছি।’

পরিবহন কোম্পানি ইলিশ স্পেশাল সার্ভিসের সুপারভাইজার আবু দাউদ নিউজবাংলাকে বলেন, ‘পুলিশের টহল দেখছি আজকে একটু ঘন ঘন টহল দেখা গেছে।’

এই তল্লাশি অভিযানে একটি টিমের নেতৃত্ব দিচ্ছেন যাত্রাবাড়ী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মির্জা মোহাম্মদ বদরুল হাসান।

তিনি বলেন, ‘আমরা আমাদের রেগুলার ডিউটি করছি। আগামীকাল সমাবেশে ঘিরে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা তৈরি না হয়, তার জন্য বাইরে থেকে আসা ব্যক্তিদের তল্লাশি করে দেখা হচ্ছে যে তারা কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক দ্রব্য বহন করছেন কি-না। কিছু না থাকলে ছেড়ে দেয়া হচ্ছে। সাধারণ মানুষের চলাচলে কোনো অসুবিধা নেই।’

কতগুলো টিম কাজ করছে জানতে চাইলে তিনি বলেন, ‘ঢাকায় বিভিন্ন জায়গায় অসংখ্য টিম কাজ করছে। এখানে রেগুলার ট্রাফিক পুলিশ ছাড়া আমরাই কাজ করছি।’

কাউকে সন্দেহ করা হলে ফোন চেকের বিষয়ে জানতে চাইলে এসআই বদরুল বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনায় একে অপরের সঙ্গে ফোনে মেসেজিং করে থাকতে পারে। সহিংসতা প্রতিরোধে মোবাইল চেক করা হচ্ছে।’

এ বিভাগের আরো খবর