ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, অনেক হাসপাতালে টেস্ট বাণিজ্যের কথা শুনে থাকি। চিকিৎসকদের টেস্ট বাণিজ্য নয়, মানুষকে প্রকৃত সেবা দিতে হবে।
রাজধানীর উত্তরায় মেডিক্যাল কলেজ ফর উইমেন এন্ড হসপিটালে এক অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সংসদ সদস্য মাহি বি চৌধুরী।
মেয়র বলেন, ‘রোগীকে প্রকৃত সেবা দেয়ার মাধ্যমে চিকিৎসকদের উদাহরণ সৃষ্টি করতে হবে। প্রয়োজনীয় টেস্ট করাতে হবে, তবে অপ্রয়োজনীয় টেস্ট পরিহার করতে হবে।
‘মানবসেবাই পরম ধর্ম। ডাক্তার হতে হলে অনেক পরিশ্রম করতে হয়। মেধাবী শিক্ষার্থীরাই ডাক্তার হয়। মানুষকে ভালোবেসে সুন্দর ব্যবহার করে তাদের সেবা দিতে হবে। প্রান্তিক জনগণের পরিশ্রম ও অবদানের ফলেই দেশ এগিয়ে যাচ্ছে। স্বল্প খরচে তাদের সেবা নিশ্চিত করতে হবে।’
রাজধানীর উত্তরায় মেডিক্যাল কলেজ ফর উইমেন এন্ড হসপিটালে বৃহস্পতিবার দুপুরে ইন্টার্ণ চিকিৎসকদের শপথ গ্রহন অনুষ্ঠান হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন মেয়র আতিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।