রাজধানীর হাজারীবাগে বাড়ি থেকে দুই শিশু ও তাদের মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, দুই শিশুকে হত্যার পর আত্মহত্যা করেছেন ওই নারী।
রায়েরবাজার গদিঘর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।
মৃত ব্যক্তিরা হলেন হাসিনা আক্তার, তার ৭ মাসের ছেলে সিয়াম হোসেন ও সাড়ে ৩ বছরের মেয়ে সাদিয়া আক্তার।
হাজারীবাগ থানার এসআই নাজমুল হুদা এসব নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসিনার স্বামী সাদ্দাম হোসেন সন্ধ্যায় বাড়ি ফিরে দরজা বন্ধ দেখেন। দরজা ভেঙে দুই শিশুকে বিছানায় পড়ে থাকতে ও স্ত্রীকে ফ্যানে ঝুলে থাকতে দেখেন। মেয়েশিশুটিকে জীবিত ভেবে তিনিই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এসআই বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছালে ওই নারীকে দেখি ফ্যানের সঙ্গে ঝুলে আছে এবং ৭ মাসের বাচ্চাটা মৃত অবস্থায় বেডের ওপরে পড়ে আছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, মা তার দুই সন্তানকে মেরে নিজে আত্মহত্যা করেছেন।’
মৃত্যুর কারণ জানতে চাইলে নাজমুল বলেন, ‘এটা এখনও বলা যাচ্ছে না। আমরা কাজ করছি। মৃতের স্বামী লাশ নিয়ে দৌড়াদৌড়ি করছে। সে আমাদের কন্ট্রোলে আছে।’