বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সমাবেশস্থল নির্ধারণে বিএনপির বৈঠক

  •    
  • ৮ ডিসেম্বর, ২০২২ ২৩:২৪

শুরুতে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। তবে ১২টার দিকে নিউজবাংলার প্রতিবেদক সেখানে বৈঠকের কোনো আলামত পাননি। বাড়ির দারোয়ানের সঙ্গে কথা বলে জানা যায়, মিটিং এখানে হচ্ছে না। নেতারা সবাই ঘণ্টাখানেক আগেই এখান থেকে বেরিয়ে গেছেন।

সমাবেশের স্থান চূড়ান্ত করতে বিএনপি নেতারা বৈঠকে বসেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিউজবাংলাকে জানান, শাহজাহানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বৈঠক শুরু হয়।

তিনি বলেন, ‘ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর বিএনপির প্রতিনিধিদল মির্জা আব্বাসের বাসায় বৈঠকে বসেছেন।’

রাত ১১টা ৪১ মিনিটে মির্জা আব্বাসকে ফোন করা হলে তিনিও একই কথা জানান। বলেন, ‘বাসায় মিটিং করছি।’

রাত একটায় মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, 'আমরা দুটি স্থান পরিদর্শন করেছি। কোনোটিই আমাদের কাছে নিরাপদ মনে হয়নি। এখন দলের স্থায়ী কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমাদের সমাবেশ করার প্রস্তুতি আছে। মারামারি করার প্রস্তুতি নেই।'

এর আগে রাত ১২টার দিকে মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসার সামনে এসে নিউজবাংলার প্রতিবেদক সেখানে বৈঠকের কোনো আলামত পাননি। বাড়ির দারোয়ানের সঙ্গে কথা বলে জানা যায়, মিটিং এখানে হচ্ছে না। নেতারা সবাই ঘণ্টাখানেক আগেই এখান থেকে বেরিয়ে গেছেন।

কোথায় গেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘তা বলতে পারব না। সবাই একসঙ্গে বের হয়ছেন।’

সরেজমিনে গিয়ে দেখা যায়, মির্জা আব্বাসের বাড়ির ৫টি প্রবেশপথে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। রাত ১২টা ৭ মিনিটের দিকে পুলিশের একটি গাড়ি মির্জা আব্বাসের বাসার গলির মুখে এসে অবস্থান নেয়।

দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কমলাপুর স্টেডিয়াম পরিদর্শন করেছেন। আর ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বাংলা কলেজ পরিদর্শন করেন।

এদিকে বাংলা কলেজের মাঠ পরিদর্শন করেছে ডিএমপি। অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তার নিউজবাংলাকে বলেন, ‘দুটি ভেন্যুর কথা বলা হয়েছে। দেখতে এসেছিলাম। আর কমলাপুরের মাঠ তো পরিচিত। দুটির একটাতেই সমাবেশ হবে।’

মিরপুর বাংলা কলেজ মাঠ পরিদর্শনে ডিএমপির প্রতিনিধিদল

এ সময় প্রতিনিধিদলে ছিলেন মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) জসীম উদ্দিন মোল্লাসহ ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর