বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে হবে: প্রধানমন্ত্রী

  •    
  • ৮ ডিসেম্বর, ২০২২ ১৯:১৭

শেখ হাসিনা বলেন, ‘মিয়ানমার রোহিঙ্গাদের দেশ এবং তারা সে দেশের অধিবাসী। কিন্তু তারা এখন খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন কারণে আমাদের জন্য বিশাল বোঝায় পরিণত হয়েছে। আমরা মানবিক কারণে তাদেরকে আশ্রয় দিয়েছিলাম। এখন তাদের নিজ দেশে চলে যাওয়া উচিত।’

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আগামী বছর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

গণভবনে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন চীনের বিদায়ী রাষ্ট্রদূত লি জিমিং। সাক্ষাতে তাদের মধ্যে এসব নিয়ে আলাপ হয়।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের এসব তথ্য জানান।

শেখ হাসিনা বলেন, ‘মিয়ানমার রোহিঙ্গাদের দেশ এবং তারা সে দেশের অধিবাসী। কিন্তু তারা এখন খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন কারণে আমাদের জন্য বিশাল বোঝায় পরিণত হয়েছে। আমরা মানবিক কারণে তাদেরকে আশ্রয় দিয়েছিলাম। এখন তাদের নিজ দেশে চলে যাওয়া উচিত।’

আগামী বছর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হতে পারে বলে বৈঠকে চীনা রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘রোহিঙ্গারা আগামী বছর নিজ দেশে যাওয়া শুরু করবে।’

চীনের অর্থায়নে বাংলাদেশে কয়েকটি মেগা প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেলে বিনিয়োগ করায় চীনকে ধন্যবাদ জানান তিনি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ মানবতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং শান্তি বজায় রাখায় বিশ্বাস করে। ফলে বাংলাদেশ সব সময় প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।

চীনের বিদায়ী রাষ্ট্রদূতকে তার মেয়াদ সম্পন্ন করায় অভিনন্দন জানান এবং তার পরবর্তী দায়িত্ব পালনে সফলতা কামনা করেন সরকারপ্রধান।

বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখায় বিদায়ী দূতকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন চীনা রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘একমাত্র আপনার জন্য এই উন্নয়ন সম্ভব হয়েছে।’

বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সমর্থন ব্যক্ত করায় চীনা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর বিদায়ী মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বৈঠকে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর