বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাল তো বিস্ফোরক নয়: ফখরুল

  •    
  • ৮ ডিসেম্বর, ২০২২ ১৯:১৪

‘যদি চাল থাকে, চাল তো বিস্ফোরক নয়। এটা অস্বাভাবিক নয়। আমাদের ঢাকা বিভাগীয় নেতা-কর্মীরা থাকবেন, সমাবেশ অনুষ্ঠিত হবে। আমি জানি না, আমার নলেজে নেই। এমনও হতে পারে, আমাদের নেতা-কর্মীরা আসবেন, তাদের জন্য খিচুড়ি রান্না করা হতে পারে।’

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চাল, তেল, মসলাসহ রান্নার উপকরণ এবং খিচুড়ির বিষয়ে কিছু জানতেন না দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বলেছেন, পুলিশ যত চাল জব্দের কথা বলেছে, তত চাল ও পানির বোতল রাখার জায়গা সেখানে নেই।

বিএনপি নেতা এও মনে করেন, দলীয় কার্যালয়ে চাল-ডাল রাখা অন্যায় কিছু নয়। ঢাকা বিভাগ থেকে আসা নেতা-কর্মীদের খাবার রান্নার জন্য সেগুলো রাখা হতে পারে।

আগামী ১০ ডিসেম্বর শনিবার ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে ফখরুল এই বিষয়টি নিয়েও প্রশ্নের মুখে পড়েন।

আগের দিন নয়াপল্টনে সংঘর্ষের পর পুলিশ বিএনপি কার্যালয়ে তল্লাশি করে অন্যান্য নানা বিষয়ের পাশাপাশি বিপুল পরিমাণ চাল, ডাল এবং কয়েক ডেকচি রান্না করা খিচুড়ি জব্দ করে।

একজন সাংবাদিক বলেন, ‘পুলিশ বলছে ১৬০ বস্তা চাল ছিল, দুই লাখ বোতল পানি ছিল…’

জবাবে ফখরুল বলেন, ‘যদি চাল থাকে, চাল তো বিস্ফোরক নয়। এটা অস্বাভাবিক নয়। আমাদের ঢাকা বিভাগীয় নেতা-কর্মীরা থাকবেন, সমাবেশ অনুষ্ঠিত হবে।

গুলশানে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: নিউজবাংলা

‘আমি জানি না, আমার নলেজে নেই। এমনও হতে পারে, আমাদের নেতা-কর্মীরা আসবেন, তাদের জন্য খিচুড়ি রান্না করা হতে পারে।’

তবে পুলিশ যত চাল ছিল বলেছে, সেটি নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিএনপি নেতা। বলেন, ‘ওখানে ১৬০ বস্তা চাল রাখার কোনো জায়গাই নেই। এটা টোটালি ব্ল্যাটেন্ট লাই। আর দুই লক্ষ বোতল রাখারও জায়গা নাই।’

আগামী শনিবার ঢাকায় দলটির বিভাগীয় সমাবেশে যোগ দিতে গত কয়েক দিন ধরে নেতা-কর্মীরা নয়াপল্টনে অবস্থান করছিলেন। সময় যত গড়াচ্ছিল, নেতা-কর্মীদের উপস্থিতিও বাড়ছিল তত। ঢাকার বাইরে থেকে আসতে থাকা নেতা-কর্মীদের খাওয়াদাওয়া নিশ্চিতের ব্যবস্থাও করেছিল বিএনপি। সেজন্য আয়োজন করা হয় রান্নারও।

পুলিশ বলছে, তাদের অনুমতি ছাড়াই নয়াপল্টনে সমাবেশ করার চেষ্টা করছিল বিএনপি। এ জন্যই এগুলো মজুদ করা হচ্ছিল।

বাহিনীটি জানায়, পার্টি অফিসের সামনে থেকে এক ট্রাক চালের বস্তা ও পার্টি অফিসের নিচতলার অস্থায়ী রান্নাঘর থেকে খিচুড়ি জব্দ করা হয়।

বুধবার রাতে ডিএমপির মতিঝিল বিভাগের উপ কমিশনার হায়াতুল ইসলাম বলেন, ‘তারা গত কয়েকদিন ধরেই এখানে কর্মী জমায়েত করে রান্নার আয়োজন করে খাওয়াচ্ছিল। কিন্তু আজকে যে আয়োজন দেখলাম তাতে স্পষ্ট তারা আমাদের অনুমতি না থাকা সত্ত্বেও নয়াপল্টনেই সমাবেশের প্রস্ততি নিচ্ছিল।’

এ বিভাগের আরো খবর