সমাবেশস্থলের বিষয়ে আলাপ করতেই তারা যাচ্ছেন। সঙ্গে গ্রেপ্তার নেতাদের মুক্তির বিষয়েও আলাপ করবেন। নিজেদের দাবি পেশ করবেন।
১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে আলোচনার জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে গেছেন বিএনপির একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তারা ঢাকা মহানগর পুলিশ কমিশনার অফিসে উপিস্থত হন বলে জানান চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
সুত্র জানায়, সমাবেশস্থলের বিষয়ে আলাপ করতেই তারা যাচ্ছেন। সঙ্গে গ্রেপ্তার নেতাদের মুক্তির বিষয়েও আলাপ করবেন। তারা নিজেদের দাবি পেশ করবেন।
প্রতিনিধিদলে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যন বরকত উল্লা বুলু, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।