বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকা জালিয়াতি মামলার মূল হোতা পি কে হালদারসহ ছয়জন অভিযুক্তকে আবারও ৩৬ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ সিবিআই আদালত। তার ব্যাপারে পরবর্তী শুনানি আগামী ১৩ জানুয়ারি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ অভিযুক্তদের বিশেষ সিবিআই আদালতের এজলাসে তোলা হলে দুপক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর এই নির্দেশ দেন বিচারক শুভেন্দু সাহা।
ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, অভিযুক্তদের আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। এখন বিচার প্রক্রিয়া চলছে।
এদিন পি কে হালদার এবং তার ভাইয়ের জামিনের আবেদন জানান অভিযুক্তদের আইনজীবী। অভিযুক্তদের সেই জামিনের আবেদনের শুনানিও হবে ১৩ জানুয়ারি।
বেআইনি অর্থ পাচার এবং দুর্নীতি দমন আইনে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ১১ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেয় ভারতের গোয়েন্দা সংস্থা ইডি।
বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে টাকা পাচারের অভিযোগে বাংলাদেশ সরকারের সুপারিশে পশ্চিমবঙ্গের অশোকনগরে আত্মগোপন করে থাকা পি কে হালদারসহ ছয়জনকে ১৪ মে গ্রেপ্তার করে ভারতের গোয়েন্দা সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
তদন্তে নেমে ইডির গোয়েন্দারা জানতে পারেন, পি কে হালদারসহ জালিয়াত চক্র বাংলাদেশ থেকে পালিয়ে এসে জাল ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে অবৈধভাবে পশ্চিমবঙ্গের অশোকনগরে বসবাস করছিলেন। বাংলাদেশ থেকে পাচার করা অর্থ জমি, বাড়ি, ফ্ল্যাট কেনাসহ বহু ব্যাংকে এবং বিভিন্ন ব্যবসায় নিয়োগ করার নথি বাজেয়াপ্ত করে ইডি। ভারত ছাড়াও অন্যান্য দেশে পি কে হালদার জালিয়াত চক্রের অর্থ পাচারের হদিস পেয়েছেন ইডির তদন্তকারীরা।