নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে হামলা ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। অন্যদিকে বিএনপির বিরুদ্ধে নৈরাজ্যের অভিযোগ তুলে পাল্টা মিছিল করেছেন আওয়ামী সমর্থক আইনজীবীরা।
দুই পক্ষের পাল্টাপাল্টি এ বিক্ষোভ হয় বৃহস্পতিবার দুপুরে।
বিএনপি সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে মিছিল বের করে জাতীয় প্রেস ক্লাবের সামনে যান। এতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি আব্দুল জাব্বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসম্পাদক মাহবুবুর রহমান খানসহ কয়েকশ আইনজীবী বিক্ষোভে যোগ দেন।
মিছিল শেষে সংগঠনের সাধারণ সম্পাদক কায়সার কামাল বলেন, ‘আইনজীবীরা রাজপথে নেমেছে। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।’
অন্যদিকে, বিএনপির বিরুদ্ধে নৈরাজ্যের অভিযোগ তুলে পাল্টা বিক্ষোভ সমাবেশ করেছেন আওয়ামী সমর্থিত আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন মেহেদীর নেতৃত্বে সমিতি ভবনে তারা মিছিল করেন।
মিছিলে আওয়ামী সমর্থিত আইনজীবী রবিউল আলম বুদু, বার কাউন্সিলের নেতা সাঈদ আহমেদ রাজা, আইনজীবী তৌহিদুর রহমান, অপূর্ব কুমার, জগলুল কবিরসহ শতাধিক আইনজীবী ছিলেন।
মিছিলপূর্ব সমাবেশে মমতাজ উদ্দিন মেহেদী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশ থেকে আবার আমরা সেই হাওয়া ভবনের যুগে ফিরে যেতে চাই না। দেশ এখন জঙ্গিমুক্ত হয়েছে, আমরা আবার সেই জঙ্গির আমলে ফিরে যেতে চাই না। এ জন্য আইনজীবীরা মাঠে থাকবেন।’