সরকারবিরোধী আন্দোলনে জীবন দিতে হলে দিয়ে দেবেন বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর। সরকারবিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্য গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন তিনি।
রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলয়াতনে বৃহস্পতিবার সাতটি দলের জোট গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুর বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিল, কিন্তু তাদের ওপর তাণ্ডব চালিয়েছে পুলিশ। একাত্তর সালে পাকিস্তানিরাও এমন তাণ্ডব চালায়নি। এর পরেও যদি আমরা রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে না পারি, রাজনৈতিক নেতারা যদি রাস্তায় নামতে না পারেন, কেউ রেহাই পাবেন না।
‘পুলিশ বিএনপির কার্যালয়ে যদি ভাঙচুর করতে পারে, সাদা ব্যাগে ককটেল নিয়ে যদি বোমা উদ্ধারের নাটক করতে পারে, বাকিরা কিন্তু ফুঁ দিলেই উড়ে যাবে।’
নুর বলেন, ‘যে দল একাধিকবার রাষ্ট্রক্ষমতায় ছিল, সেই দলের কার্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে পুলিশ। সে ঘটনায় বেশ কয়েকজন মানুষ গুরুতর আহত হয়েছেন। আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি, সংবিধান সংস্কারের কথা বলছি, কিন্তু সরকার যে পরিস্থিতি তৈরি করেছে, এসব বিষয়ে আলোচনা করারও এখন আর সময় রাখেনি। এখন রাজপথে নামাই হলো চূড়ান্ত কাজ।’
‘আজ যে লড়াই শুরু হয়েছে তা বিএনপির মধ্যে সীমাবদ্ধ নেই। গণতন্ত্র-শক্তির লড়াই সংগ্রামে পরিণত হয়েছে। এ লড়াই আমাদের বাঁচা-মরার লড়াই। আমরা পিছু হটব না। জীবন দিতে হয় জীবন দেব।’
সরকারের উদ্দেশে নূর বলেন, ‘আপনাদের সাবধান করে দিচ্ছি। এখনও সময় আছে আলোচনায় বসুন। রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলুন। গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন। দেশটা কারও একক সম্পত্তি নয়। যদি বাঁচতে হয়, লড়াই-সংগ্রাম করেই বাঁচব।’