বুধবারের সংঘর্ষের পরও বিএনপি নয়াপল্টনেই তার বিভাগীয় সমাবেশ করতে চায়। সরকারের কাছ থেকে গ্রহণযোগ্য বিকল্প না এলে সেদিন সকালে জনগণ নয়াপল্টনেই যাবে বলে জানানো হয়েছে। বলা হয়েছে, যদি বাধা আসে, তাহলে জনগণই ঠিক করবে তারা কী করবে।
বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের জবাবে বারবার তিনি এ কথাটিই বলেন।
বিএনপি নেতা বলেন, গত ১২ অক্টোবর থেকে বিএনপি ৯টি বিভাগীয় সমাবেশ করেছে, কোনো সমাবেশে কোনো বিশৃঙ্খলা হয়নি। এখানেও হওয়ার কারণ ছিল না। যা হয়েছে, তার জন্য সরকারই দায়ী সরকারই।
এই সমাবেশের দিন দাবি আদায়ে রাজপথে অবস্থান নেয়ার কোনো পরিকল্পনা নেই বলেও সাফ জানিয়ে দেন বিএনপি মহাসচিব। বলেন, এ বিষয়ে যে প্রচার চলছে, সেটি আওয়ামী লীগের অপপ্রচার।
সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকে দেয়াল আর নানা স্থাপনার কারণে সেটি আর বড় সমাবেশ করার উপযোগী নয় বলেও মনে করেন বিএনপি নেতা।
এই সমাবেশস্থল হিসেবে বিএনপির প্রথম চাওয়া এখনও নয়াপল্টনই বলে জানান ফখরুল। বলেন, ‘আমরা তো বলছিই, নয়াপল্টনকে সমাবেশের জন্য জায়গা করে দেন। নয় তো এর দায় সম্পূর্ণভাবে সরকারের।’
নয়াপল্টনে বুধবার পুলিশ-বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ছবি: নিউজবাংলানির্বাচনকালীন নির্দলীয় সরাকরের দবিতে গত ৮ অক্টোবর থেকে বিএনপি বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিক যে সমাবেশ করছে, তার শেষ কর্মসূচি হিসেবে রাজধানীর এই জমায়েতের ঘোষণা দেয়া হয়েছে।
আগের সমাবেশগুলো নির্বিঘ্নে হলেও রাজধানীর সমাবেশস্থল নিয়েই তৈরি হয়েছে বিরোধ। বিএনপি সেদিন জমায়েত হতে চায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে। কিন্তু পুলিশ অনুমতি দিয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে যেতে আপত্তি আছে দলটির।
নয়াপল্টন না পেলে আরামবাগে অনুমতি দিতে বিএনপির মৌখিক অনুরোধ মৌখিকভাবেই ফিরিয়ে দেয়া হয়েছে। এর মধ্যে বুধবার বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে, গ্রহণযোগ্য বিকল্প স্থানের প্রস্তাব দেয়া না হলে সমাবেশ হবে নয়াপল্টনেই।
সেদিন দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি যেখানে সমাবেশের অনুমতি চেয়েছে, সেখানেই হবে সমাবেশ। গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব করতে চাইলে সেটা করতে করতে হবে আওয়ামী লীগ ও সরকারকেই। তিনি এ-ও বলেন, ‘পুলিশের কাজ পুলিশ করবে, বিএনপির কাজ বিএনপি।’
তার এই বক্তব্যের কিছুক্ষণ পরেই শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। নয়াপল্টনের সামনের সড়কে জড়ো হওয়া নেতা-কর্মীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। প্রাণ হারায় একজন, পুলিশ গ্রেপ্তার করে সাড়ে চার শ ব্যক্তিকে। দলীয় কার্যালয়ে চালানো হয় অভিযান, জব্দ করা হয় চাল, ডাল, তেল, মসলা এবং রান্না করা কয়েক ডেকচি খিচুড়ি।
সংঘর্ষের পর মির্জা ফখরুল নয়াপল্টনে গিয়ে দলীয় কার্যালয়ের সামনের ফুটপাতে বসে থাকেন সাড়ে তিন ঘণ্টা। পরদিন সকালে তিনি সেখানেও যেতে পারেননি। তাকে বিজয়নগরেই আটকে দেয়া হয়।
আগের রাতেই সংবাদ সম্মেলনে আসার কথা জানানো হয়। সেখানে বিএনপি আসলে শনিবার কী করবে, সে বিষয়ে বক্তব্য আসবে বলে গণমাধ্যমের দৃষ্টি ছিল। স্থানীয় নানা গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও এতে উপস্থিত হয়ে নানা প্রশ্ন রাখেন।
নয়াপল্টনে সংঘর্ষের পর পুলিশ দখলে নেয় বিএনপি অফিসসহ সামনের সড়ক। ছবি: নিউজবাংলানয়াপল্টন নিয়ে কী কথা
৩৮ মিনিটের এই সংবাদ সম্মেলনের শুরুতে ফখরুল বুধবারের সংঘর্ষের বর্ণনা দেন। এরপর নেন প্রশ্ন। একের পর এক প্রশ্ন আসলেও মূল জিজ্ঞাসা একটিই ছিল। সেটি হলো, ১০ ডিসেম্বরের সমাবেশটি আসলে কোথায় হবে।
-১০ ডিসেম্বরের সমাবেশের ব্যাপারে পূর্বের অবস্থানে অটল আছেন কি না এবং নয়াপল্টনেই করবেন কি না- এমন প্রশ্ন ছিল এক গণমাধ্যমকর্মীর।
জবাবে বিএনপি নেতা বলেন, ‘এক কথাই বলেছি আমরা। আমরা নয়াপল্টনের কথাই বলেছি। সরকারের কাছে আমরা এটাও বলেছি, আপনাদের যদি কোনো বিকল্প প্রস্তাব থাকে এবং সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে আমরা সেটা বিবেচনা করব।’
-সেটা যদি মতিঝিল বা আরামবাগ হলেও করবেন?
ফখরুল বলেন, ‘আমি তো সে স্থান বলিনি আপনাকে। যেখানেই…
-আলোচনায় আসছে.. বলতে থাকেন সেই সাংবাদিক।
প্রশ্ন শেষ হওয়ার আগেই ফখরুল বলেন, ‘আলোচনার মধ্যে আসতে পারে। আরামবাগে যাওয়া যেতে পারে।’
অন্য এক প্রশ্নে বিএনপি নেতা বলেন, ‘১০ ডিসেম্বর আমরা শান্তিপূর্ণভাবে আমরা সাংবিধানিক অধিকার প্রয়োগ করে আমরা গণসমাবেশ করব। এই গণসমাবেশ যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, তার সকল প্রতিবন্ধকতা দূর করার দায়িত্ব সরকারের। অন্যথায় এই দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’
-নয়াপল্টন তো অবরুদ্ধ, অলিগলি বন্ধ। তাহলে সমাবেশ কোথায় হবে?
জবাব আসে, ‘আমরা সে জন্য দাবি করেছি যে অবিলম্বে সব বাধা দূর করতে হবে। সেখানে সমাবেশের পরিবেশ তৈরি করতে হবে। নইলে সব দায়িত্ব সরকারের।’
-বুধবারের ঘটনার পর এখন যে পরিস্থিতি, তাতে নয়াপলটনে বা আশেপাশে সমাবেশ কি করতে পারবেন?
বিএনপি মহাসচিব বলেন, ‘এক শ ভাগ। কারণ, এটা আমাদের ঘোষিত কর্মসূচি।’
-যদি সরকার অ্যালাউ না করে, তাহলে কী করবেন?
ফখরুল বলেন, ‘জনগণই তখন তার মতো করে ব্যবস্থা নেবে। আমরা স্পটে যাব। জনগণই সিদ্ধান্ত নেবে তারা কী করবে।’
-আপনারা কী করবেন পার্টি হিসেবে?
বিরোধীদলীয় নেতা বলেন, ‘সব দায়িত্ব সরকারের। এটা বিরোধী দল ও জনগণের অধিকারের বিষয়।’
তখন আরেকজন সাংবাদিকের প্রশ্ন ছিল, ‘পুলিশ তো বলছে রাস্তায় দাঁড়াতে দেবে না। কীভাবে প্রোগ্রাম করবেন? আপনারা বলছেন, কোনো সংঘাত চান না, সহিংসতা চান না। শান্তিপূর্ণ কর্মসূচি করতে চান। সরকার বা পুলিশের অবস্থান তো তারা স্পষ্ট করেছে। আপনাদের অবস্থান তাহলে কী?’
জবাবে ফখরুল বলেন, ‘আমরা তো স্পষ্ট করেছি। আমরা আমাদের যে সমাবশ, সেটা আমরা অনুষ্ঠান করব। সে জন্য আমরা চেয়ছিলাম নয়াপল্টনে কার্যালয়ের সামনে। এখন সরকারের দায়িত্ব হচ্ছে এই সমাবেশটাকে শান্তিপূরণভাবে পালন করতে দেবে। আমরা অবশ্যই আমাদের সমাবেশস্থলে যাব। আর জনগণ কী করবে সেটা তারা ঠিক করবে।’
শেষে অন্য একজন গণমাধ্যম কর্মী জানতে চান, ‘গতকালকের ঘটনা এবং আজকে পল্টনের যে অবস্থা, সব মিলিয়ে যদি বলতে চাই। ১০ তারিখ আপনারা যাবেন। যদি সরকার ব্যবস্থা না করে, তাতে করে কী সংঘাত তৈরি হতে পারে এবং পরে কী হবে?
ফখরুল বলেন, ‘২২ আগস্টের আগে আপনারা বলেছেন, বিএনপি কিছুই পারে না, দাঁড়াতে পারে না। ২২ আগস্টের পর ৯টি সমাবেশ হয়েছে। আপনারা নিজেরাই দেখেছেন জনগণ কীভাবে উঠে দাঁড়াছে। আমি নিজেই বিশ্বোস করি, এই দেশ বাংলাদেশ গণতন্ত্রের জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি। সেই গণতন্ত্রকে লুট করে নিয়ে গেছে। জনগণ ঘুরে দাঁড়চ্ছে। নদী সাঁতরে পার হচ্ছে। ১০০ মাইল সাইকেলে চিড়া মুড়ি গুড় নিয়ে ছুটছে।
‘অপেক্ষা করুন, ঢাকায় আপনারা যা দেখবেন, নিজেরাই দেখবেন।’
এর আগে লিখিত বক্তব্যে ফখরুল জানিয়েছিলেন, বুধবার তাকে এবং তার দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে ফোন করে জনসভাস্থল বরাদ্দের চিঠি দিয়ে যেতে বলেছিলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক।
একজন সাংবাদিক প্রশ্নোত্তর পর্বে জানতে চান, কোন সে স্থান।
জবাবে ফখরুল বলেন, ‘আমার সঙ্গে সে বিষয়ে কথা হয়নি। তিনি বলেছেন, তারা একটি সিদ্ধান্ত নিয়েছেন।’
প্রধানমন্ত্রী দলের এক আলোচনায় পাড়ায় মহল্লায় প্রস্তুত থাকার যে কথা বলেছেন, তাতে নতুন করে কোনো সংঘাতের আশঙ্কা করছেন কি না, এমন প্রশ্নও ছিল একজন সাংবাদিকের।
জবাবে বিএনপি নেতা বলেন, ‘আপনারা তাদের কথা ও ইঙ্গিতে পরিষ্কার হয়ে গেছে তারা পুরোপুরিভাবে এটি সন্ত্রাসী দল। গণতন্ত্রের মূল কথা যে সহনশীলতা ও বিরোধী দলের রাজনীতিকে করতে দেয়া, সেটাতে তারা বিশ্বাস করে না। তারা যে ভয় ও ত্রাসের রাজত্ব তৈরি করে দেশ পরিচালনা করছে, সেটাই স্পষ্ট হয়।
‘তারা ১০ ডিসেম্বরের শান্তিপূর্ণ সমাবেশ নষ্ট করতে চায়।...সন্ত্রাস ও দর্নীতি আওয়ামী লীগের মজ্জাগত। সন্ত্রাস না করে রাজনীতি করতে পারে না, দুর্নীতি না করলে দেশ চালাতে পারে না।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সংবাদ সম্মেলনের একেবারে শেষ দিকে মাইক নিয়ে বলেন, ‘আমদের তো মহাসচিব বলেছেন, ১২ অক্টোব থেকে ৯টি কর্মসূচি করেছি। আওয়ামী লীগও তো এ সময় অনেকগুলো সমাবেশ করেছে, ঢাকার ভেতর করেছে, ঢাকার বাইরে করেছে। তারা যে সমাবেশগুলো করেছে, তার স্থান কে নির্ধারণ করেছে, সেটা কি আওয়ামী লীগ নির্ধারণ করেছ নাকি বিএনপি নির্ধারণ করেছে নাকি পুলিশ নির্ধারণ করেছে। আমাদের সমাবেশের স্থান আমরা নির্ধারণ করব। পুলিশ নির্ধারণ করবে কেন?’
সমাবেশের জন্য সোহরাওয়ারার্দী উদ্যান বরাদ্দ দিতে চায় সরকার। ফাইল ছবি/নিউজবাংলাসোহরাওয়ার্দী উদ্যানে আপত্তি কেন?
এই প্রশ্নে ফখরুল বলেন, ‘সমস্যা অনেকগুলো। সেখানে এখন বড় সমস্যা করার উপযোগীই না, এত বেশি স্থাপনা করা হয়েছে সেখানে।
‘দুই নম্বর, ওখানে চার দিকে দেয়াল ঘেরা। যদি কোনো ধরনের গোলযোগ হয়, স্ট্যাম্পিড (পদদলিত) হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
‘আবার সেখানে আওয়ামী লীগের পরপর মিটিং হওয়াতে সেখানে বিশাল স্টেজের স্ট্রাকচার করা আছে। সেখানেই সমাবেশ করতে বলা হয়েছে। তার মানে সেখানে চক্রান্তমূলক ঘটনা কিছু একটা আছে। যে কারণে তারা সেখানে জনসভা করতে দিয়েছে।’
বিএনপি মহাসচিব এও জানান, সোহরাওয়ারার্দী উদ্যান বরাদ্দ দেয়ার আগে তাদের সঙ্গে আলোচনা না করায় তারা ক্ষুব্ধ। তিনি বলেন, ‘আমরা চিঠি দেয়ার পর কোনো আলোচনা না করেই কিন্তু আমাদের বরাদ্দ দেয়া হয়েছে। এর আগে কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়েছে।’