বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাবিতে বিএনপিপন্থি শিক্ষকদের মুখোমুখি ছাত্রলীগের আলোকচিত্র  

  •    
  • ৮ ডিসেম্বর, ২০২২ ১৫:৪৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বৃহস্পতিবার দুপুরে ১৫ মিনিটের অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপিপন্থি ২৫ জন শিক্ষক। আর তাদের ঠিক উল্টো দিকেই ছিল ছাত্রলীগ নেতার আলোকচিত্র প্রদর্শনী।

নয়াপল্টনে বুধবারের সংঘর্ষ এবং বিএনপির কার্যালয়ে পুলিশি অভিযানের প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপিপন্থি শিক্ষকরা। আর তাদের এই কর্মসূচির সামনে ২০১৩-১৪ সালে যানবাহনে পেট্রল বোমা হামলায় হতাহতদের আলোকচিত্র প্রদর্শনী করেছেন ছাত্রলীগের এক নেতা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বৃহস্পতিবার দুপুরে ১৫ মিনিটের অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপিপন্থি ২৫ জন শিক্ষক। আর তাদের ঠিক উল্টো দিকেই ছিল ছাত্রলীগ নেতার আলোকচিত্র প্রদর্শনী।

বিএনপিপন্থি শিক্ষকরা বলেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশের হামলা ও গুলিবর্ষণে একজন নিহত, অনেকে আহত হয়েছেন। বিএনপির কার্যালয়ের ভেতরে পুলিশ ঢুকে তল্লাশি চালিয়েছে। এ ঘটনার প্রতিবাদ, কেন্দ্রীয় নেতাসহ ঢাকা ও সারা দেশে গ্রেপ্তার নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি এবং ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের অধিকার নিশ্চিত করার দাবিতে মৌন অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।

অবস্থান কর্মসূচি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রত্যাশা সরকার বিরোধী দলের কর্মসূচিতে অত্যন্ত গণতান্ত্রিক আচরণ করবে। আগামী ১০ ডিসেম্বর বিএনপি যে শান্তিপূর্ণ সমাবেশ করতে চায় সেখানেও সরকার গণতান্ত্রিক আচরণ করবে বলে আমরা আশা করি।’

তিনি বলেন, ‘গতকালের (বুধবার) ঘটনায় আমরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানাই। একজন মারা গেছেন। আমরা সাদা দলের শিক্ষকেরা প্রত্যাশা করি, সরকার তদন্ত কমিটি করার মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনবে।’

ছাত্রলীগ নেতার আলোকচিত্র প্রদর্শনী

বিএনপিপন্থি শিক্ষকদের মৌন অবস্থান কর্মসূচির ঠিক সামনেই ২০১৩-১৪ সালে পেট্রল বোমার আগুনে ঝলসে যাওয়া ব্যক্তি, বাসে পেট্রল বোমা ছোড়ার দৃশ্য, গাড়ি ভাঙচুরের ছবির প্রদর্শনী করেন ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত।

সৈকত কেন্দ্রীয় ছাত্রলীগের উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সদস্য।

সাদা দলের শিক্ষকদের কর্মসূচির সামনে এমন প্রদর্শনীর কারণ জানতে চাইলে তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা শিক্ষকদের সম্মান জানাই। তবে ২০১৩, ২০১৪ সালে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে সাধারণ খেটে খাওয়া মানুষকে জ্বালিয়ে হত্যা করা হয়েছে, অনেকে আহত হয়েছেন। সেই অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কি আমাদের শিক্ষকদের কথা বলার প্রয়োজন নেই?

‘অগ্নিসন্ত্রাসের কারণে যারা নিহত বা পঙ্গু হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানানোর কি কোনো প্রয়োজন আমাদের শিক্ষকদের নেই? শিক্ষকদের বিবেক যাতে জাগ্রত হয়, সে জন্যই আমার এই মৌন কর্মসূচি।’

ছাত্রলীগ নেতা সৈকতের আলোকচিত্র প্রদর্শনী সকালে শুরু হয়ে সাদা দলের কর্মসূচি শেষ হওয়ার কিছু সময় পরেই শেষ হয়।

সৈকত বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতির মেরুদণ্ড। শিক্ষকদের বিবেকবোধ, নৈতিকতা, মননশীলতা থাকবে। এগুলোর বাইরে গিয়ে শিক্ষকরা অন্য কোনো দর্শনে বিশ্বাস করলে সেটি লজ্জাজনক।

‘সেটি আমরা তাদের স্মরণ করিয়ে দিতে চাই। আমরা চাই আজকে যেমন তারা প্রতিবাদ করছেন তেমনি তারা অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কথা বলুন।’

এ বিভাগের আরো খবর