নাশকতার মামলায় ঢাকার বিচারিক আদালতে হাজিরা দিয়ে দলীয় কার্যালয়ে যাওয়ার পথে বাধার মুখে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর নয়াপল্টনে বুধবার পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের পরের দিন সকালে বিজয়নগর মোড়ে ফখরুলের পথ রোধ করে পুলিশ, যা গড়ায় বাগবিতণ্ডায়।
আগের দিন সংঘর্ষের পর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের বাধায় পড়েন ফখরুল, যার পুনরাবৃত্তি ঘটে বৃহস্পতিবারও।
চেকপোস্টে আজ পুলিশ সদস্যরা বাধা দিলে কেন যেতে দেয়া হবে না প্রশ্ন করে ফখরুল বলেন, ‘আপনাদের কাজ এখনও শেষ হয়নি?’
জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ‘আমাদের প্রচুর কাজ রয়েছে। এখনও শেষ হয়নি।’
ফখরুল বলেন, ‘এটা আমাদের পার্টি অফিস। ইট’স মাই অফিস। আমি জানতে চাচ্ছি আমাকে যেতে দেয়া হবে না কেন?’
তখন পুলিশ কর্মকর্তা বলেন, ‘ঠিক আছে আপনাদের অফিস, বাট এটা আমার কাছে এই মুহূর্তে হচ্ছে ক্রাইম সিন। আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকে যেতে দেয়া হবে না। পুলিশের ওপর সেখান থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে।
‘আমরা সেই জায়গাটি প্লেস অফ অকারেন্স হিসেবে বিবেচনা করছি। সিআইডি ক্রাইম সিন এ নিয়ে কাজ করছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত সেখানে কেউ যেতে পারবে না।’
ওই সময় ফখরুল বারবার জিজ্ঞেস করেন, ‘তাহলে আমি যেতে পারব না?’
পুলিশ কর্মকর্তা তখন বলেন, ‘ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকেই যেতে দেয়া হবে না।’
ওই সময় ফখরুল বলেন, ‘আমি যেতে পারব কি না সেটা স্ট্রেইট ফরোয়ার্ড বলেন।’
পুলিশ কর্মকর্তা ফখরুলকে বলেন, ‘আপনি আমার সাথে উত্তেজিত হবেন না। ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত....ক্রাইম সিনের কাজ...ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ অ্যালাও না।’
তখন মির্জা ফখরুল সেই কর্মকর্তাকে বলেন, ‘আপনি তো পলিটিক্যাল লিডারের মতো কথা বলছেন। এখানে আমাদের পার্টি অফিস। ইট’স আওয়ার প্রোপার্টি। আপনি কি যেতে দিবেন কি না আমাকে সেটা বলেন।’
পুলিশ কর্মকর্তা বলন, ‘নো, আই অ্যাম নট পলিটিক্যাল লিডার। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।’
বিএনপি মহাসচিব আবারও প্রশ্ন করে জানতে চান, ‘আমি আবার অফিসে যেতে পারব কি না?’
যুগ্ম কমিশনার বলেন, ‘ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত এখানে কেউ অ্যালাউড না। নো বডি অ্যালাউড টু গো।’
‘আমি বিএনপির সেক্রেটারি জেনারেল হিসেবে আমার পার্টি অফিসে যেতে পারব কি না এটা আপনি বলুন?’
ফখরুলের উল্লিখিত প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত নো বডি ইজ অ্যালাউড টু এন্টার ইন্টু দ্য পার্টি অফিস।’
এই কথা শুনে ফখরুল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানিয়ে চলে যান।
পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমি দলের মহাসচিব। আমাকে আমার দলীয় কার্যালয়ে যেতে দেয়নি পুলিশ; বরং তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। রাজনৈতিক দলের নেতার মতো কথা বলছে।
‘তারাই সেখানে বোমা ও লাঠিসোঁটা রেখেছে। তারাই বিএনপির শান্তিপূর্ণ সমাবেশকে পুরোপুরি নস্যাৎ করার জন্য পরিকল্পনা করেছে।’