গাজীপুরের শ্রীপুরে একটি টেক্সটাইল কারখানার তুলার গুদামে আগুনের ঘটনা ঘটেছে।
কেওয়া নতুনবাজার এলাকার এসবিএস টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার তুলার গুদামে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ আগুন লাগে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আরও তিন ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন নিউজবাংলাকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘বেলা ১১টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণে আরও তিনটি ইউনিট গাজীপুর থেকে রওনা হয়েছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের সংবাদ পাওয়া যায়নি।’