নাশকতার অভিযোগে করা দুই মামলায় হাজিরা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে দুই মামলায় হাজিরা দেন তিনি।
২০১৯ সালের ডিসেম্বরে রাজধানীর শাহবাগ থানায় নাশকতার অভিযোগে করা হয় মামলা দুটি। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ জানুয়ারি।
সকাল ১০টার দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে যান বিএনপি নেতারা,
জানান দলটির প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
মির্জা ফখরুল ছাড়াও নাশকতার এই মামলায় আদালতে হাজির হন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
আসামিদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০১৯ সালে হাইকোর্টের সামনে বিএনপি-পুলিশ সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় শাহবাগ থানায় বিএনপির ৭০ জনকে আসামি করে দুটি মামলা করে পুলিশ।