আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম মন্তব্য করেছেন, আওয়ামী লীগের নেতারা ১৪ বছর ঘুমিয়েছিলেন। সেই ঘুম ভাঙিয়ে দিয়েছে ফখরুল ইসলাম আলমগীররা।
এভাবে নেতা-কর্মীদের ঘুম ভাঙিয়ে দেয়ার জন্য বিএনপির নেতাদের তাই ধন্যবাদ জানিয়েছেন মির্জা আজম।
বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মানিকগঞ্জ সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
মির্জা আজম বলেন, ‘১৪ বছরের ক্ষমতার আমলে আওয়ামী লীগের সকল নেতা ঘুমিয়েছিল। সেই ঘুম ভাঙিয়ে দিয়েছে ফখরুল ইসলাম আলমগীররা (বিএনপি)। তারা বলেছেন, আগামী ১০ ডিসেম্বরের পর থেকে খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ চলবে এবং ১১ ডিসেম্বর তারেক জিয়া বাংলাদেশের ক্ষমতায় বসবেন। এসব কথা বলে তারা আওয়ামী লীগের ঘুম ভাঙিয়ে দিয়েছে।’
এ সময় সরকারের উন্নয়নের কথা তুলে ধরে মির্জা আজম বলেন, ‘বাংলাদেশ ছিল বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ ও একটা ভিক্ষুকের জাতি। গত ১৪ বছরে সেই জাতি আজ উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছেছে। শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন। আরও এগিয়ে যাবে। শেখ হাসিনার লক্ষ্য আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমেরিকা ও ইউরোপ বানাবেন এবং উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠা করবেন।’
এ সময় তিনি সংগঠনের গঠনতন্ত্র মেনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কমিটিগুলোকে প্রত্যেক মাসে নির্বাহী সভা, তিনমাস পর বর্ধিত সভা ও ছয় মাস পর পর কর্মীসভা এবং বছর শেষে একবার করে জনসভা করার আহ্বান জানান।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইস্রাফিল হোসেনের সভাপতিত্বে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মানিকগঞ্জ-১ আসনের সাংসদ মমতাজ বেগম, কেন্দ্রীয় কমিটির সদস্য এবিএম রিয়াজুল কবির কাওসার, শাহাবুদ্দিন ফরাজী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে দলীয় নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য মানিকগঞ্জ সদরে মো. ইস্রাফিল হোসেনকে সভাপতি ও আফসার উদ্দিন সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এ ছাড়াও মানিকগঞ্জ পৌরসভায় আরশেদ আলী বিশ্বাসকে সভাপতি ও মো. জাহিদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।