১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করতে মিছিল করেছে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বুধবার দুপুরে রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় আইনজীবীরা এই মিছিল করেন।
মিছিলটি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন থেকে শুরু করে হাইকোর্ট মাজারগেট দিয়ে মূল সড়কে যায়। এরপর শিক্ষা ভবন, কদম ফোয়ারা, বাংলাদেশ বার কাউন্সিলের পাশের গেট দিয়ে আবার সমিতি ভবনে ফিরে আসে। পরে আইনজীবী সমিতির ভবনে তারা বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ নয়াপল্টনেই করার জন্য আমরা অনড় আছি। সোহরাওয়ার্দী উদ্যানে কোনো জনসভা করব না।’
তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের আইনজীবীরা রাজপথে নেমেছে গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধার এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য। নিশিরাতের অবৈধ শাসকগোষ্ঠীকে বিদায় দেয়ার জন্য সমন্বিতভাবে কাজ করা হবে।’
মিছিলের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি আব্দুল জাব্বার ভূঁইয়া ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সজল। এতে শতাধিক বিএনপিপন্থি আইনজীবী অংশগ্রহণ করেন।