নরসিংদীর রায়পুরায় কলার বাগান থেকে দুই মরদেহ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছেন, জুয়া খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন বুধবার বেলা সাড়ে ১১টায় এসব নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রায়পুরা উপজেলার শেরপুর পশ্চিম পাড়া গ্রামের ১৮ বছর বয়সী মিল্লাত হোসেন বাইজিদ ওরফে কামরুল ও শেরপুর কান্দাপাড়ার ২৫ বছরের কাউসার মিয়া।
অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন জানান, সোমবার বিকেলে দুই মরদেহ উদ্ধারের পর স্বজনেরা তাদের শনাক্ত করেন। নিহতরা হলেন, রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের ৪৫ বছর বয়সী আলী হোসেন ও শিবপুর উপজেলার পাহাড় ফুলদী এলাকার ৩৫ বছর বয়সী দ্বীন ইসলাম।
তিনি আরও জানান, অনলাইন জুয়া খেলায় টাকার লেনদেন নিয়ে বিরোধের জেরে এই জোড়া খুনের ঘটনা ঘটেছে। নিহতের স্বজনেরা রায়পুরা থানায় মামলা করেছেন। মঙ্গলবার রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা পুলিশ রায়পুরা থেকে দুই জনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার আসামিরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, ‘দুইজনের জবানবন্দি অনুযায়ী হত্যায় ব্যবহার করা ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যায় জড়িত আরও ৪ জনকে গ্রেপ্তারে কাজ চলছে।’