চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, ঢাকায় ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ হওয়ার কথা রয়েছে। সরকার উৎখাতের অংশ হিসেবে সেই সমাবেশে হামলার পরিকল্পনা ছিল আটকদের।
সরকার উৎখাতের অংশ হিসেবে ঢাকায় বিএনপির সমাবেশে হামলার পরিকল্পনার অভিযোগে কুমিল্লায় ২০ জনকে আটক করেছে পুলিশ।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।
চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, ঢাকায় ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ হওয়ার কথা রয়েছে। সরকার উৎখাতের অংশ হিসেবে সেই সমাবেশে হামলার পরিকল্পনা ছিল। নাশকতার পরিকল্পনার তথ্য ও বেশ কিছু জিহাদি বই জব্দসহ ২০ জনকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান চৌদ্দগ্রাম থানার ওসি।