ময়মনসিংহের ভালুকায় সৎবাবার ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব।
উপজেলার সিডস্টোর এলাকা থেকে মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি একই উপজেলার বাসিন্দা। ওই মেয়েটির বয়স ১২ বছর।
ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ‘শিশুটির মা ৭ বছর আগে ওই ব্যক্তিকে বিয়ে করেন। তখন থেকেই শিশুটিও তার মায়ের সঙ্গে সৎবাবার বাড়িতেই ছিল। মা স্থানীয় গার্মেন্টসে চাকরি করেন।
চলতি বছরে ৩ মার্চ রাত ১১টার দিকে মা কাজে যাওয়ার সুযোগে সৎবাবা শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনা মেয়েটি তার মাকে জানায়নি। সম্প্রতি মেয়েটির শারীরিক ৮ মাসের অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় ৬ ডিসেম্বর ওই শিশুর মা তার স্বামীকে আসামি করে ভালুকা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এরপর থেকেই বাড়ি থেকে পালিয়ে যান সৎবাবা। ঘটনাটি র্যাব জানতে পেরে উপজেলার সিডস্টোর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন।