বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ ৩ জন নিহত

  •    
  • ৭ ডিসেম্বর, ২০২২ ১২:১৯

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ২৮ বছর বয়সী সেলিমা বেগম, ৩৮ বছর বয়সী সোহেল রানা ও ৫৬ বছর বয়সী হযরত আলী। সেলিমা বেগম দিনাজপুর সদর উপজেলার নিমনগর বালুবাড়ীর সিপাহিপাড়ার বাসিন্দা, সোহেল রানা একই উপজেলার রেলওয়ে কলোনি এলাকার এবং হযরত আলী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার প্রধানবাদ এলাকার বাসিন্দা। সোহেল রানা ও সেলিমা বেগম স্বামী-স্ত্রী।

দিনাজপুরের বিরামপুরে ও বীরগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন।

বিরামপুর উপজেলার টাটকপুর নামক স্থানে বুধবার সকাল ৯টা ও বীরগঞ্জ উপজেলার বড় করিমপুর এলাকায় সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ২৮ বছর বয়সী সেলিমা বেগম, ৩৮ বছর বয়সী সোহেল রানা ও ৫৬ বছর বয়সী হযরত আলী। সেলিমা বেগম দিনাজপুর সদর উপজেলার নিমনগর বালুবাড়ীর সিপাহিপাড়ার বাসিন্দা, সোহেল রানা একই উপজেলার রেলওয়ে কলোনি এলাকার এবং হযরত আলী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার প্রধানবাদ এলাকার বাসিন্দা। সোহেল রানা ও সেলিমা বেগম স্বামী-স্ত্রী।

বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) বাবুল ইসলাম জানান, দিনাজপুর থেকে একটি মোটরসাইকেলে সোহেল রানা ও সেলিমা বেগম ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। একই সময় নওগাঁ জেলার সাপাহার থেকে বিআরটিসির একটি বাস বিরামপুরের দিকে আসছিল। পথে টাটকপুর নামক স্থানে মোটরসাইকেলের সঙ্গে বিআরটিসির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।

দুজনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। বিআরটিসি বাসটি ফুলবাড়ী থানায় জব্দ রয়েছে।

বীরগঞ্জ থানার এসআই আশরাফুল ইসলাম জানান, সকালে হযরত আলী দেবীগঞ্জের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বীরগঞ্জ শহরের দিক যাচ্ছিলেন। পথে বীরগঞ্জের বড় করিমপুর নামক স্থানে বিপরীত দিক থেকে যাওয়া কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে হযরত আলী মারা যান। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর