বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউপিডিএফ সংগঠককে গুলি করে হত্যা

  •    
  • ৭ ডিসেম্বর, ২০২২ ১১:৫৮

ইউপিডিএফ মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘ঘটনাটি নানিয়ারচর উপজেলায় ঘটেছে বলে শুনেছি। তবে কীভাবে খুন করা হয়েছে তা এখনও নিশ্চিতভাবে বলতে পারছি না। বিস্তারিত পরে প্রেস বিবৃতির মাধ্যমে জানানো হবে।’

রাঙ্গামাটির নানিয়ারচরে সুবাহু চাকমা নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দাবি, সুবাহু ইউপিডিএফের সংগঠক ছিলেন।

নানিয়ারচরের রাঙিপাড়ার সূর্যমণি মুর্তি নামক স্থানে বুধবার সকালে এ ঘটনা ঘটে।

সুবাহু নানিয়ারচরের এগারাল্যা ছড়া এলাকার বিরাজ মোহন চাকমার ছেলে।

ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘সকালে সুবাহু সাংগঠনিক কাজে রাঙিপাড়ায় যান। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা ছয় থেকে সাতজন তার ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

অংগ্য বলেন, ‘সুবাহুর মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, ‘প্রাথমিকভাবে শুনেছি এক ইউপিডিএফ সদস্যকে খুন করা হয়েছে। তবে কোথায় এবং কীভাবে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত না। নানিয়ারচর থানার ওসিকে বিস্তারিত খোঁজ নিয়ে ঘটনাস্থলে যেতে বলা হয়েছে।’

অন্যদিকে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন,'ইউপিডিএফের এ দাবি রহস্যজনক। আমাদের সংগঠনকে কেন জড়াচ্ছে আমরা বুঝতেছি না। এ হত্যাকান্ডের সাথে আমাদের সংগঠন জড়িত নয়।

ইউপিডিএফ-এর রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক শান্তিদেব চাকমা এক প্রেস বিবৃতিতে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন।

শান্তিদেব চাকমা দাবি করেছেন, সুবাহুর ওপর যারা হামলা করেছে তাদের মধ্যে দুইজনকে চিনতে পেরেছ প্রত্যক্ষদর্শীরা।

এ বিভাগের আরো খবর