বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তালাবদ্ধ ঘরে পুড়ে ২ শিশুর মৃত্যুতে মা গ্রেপ্তার

  •    
  • ৬ ডিসেম্বর, ২০২২ ২২:০৭

ওসি মনোয়ার হোসেন বলেন, ‘শিশুদের বাবা মানিক বৈদ্য ৪ থেকে ৫টি মামলার আসামি। একটি মামলায় তিনি এখন কারাগারে। তার সঙ্গে দীর্ঘদিন ধরেই কলহ চলছিল স্ত্রী পূর্ণিমার। তিনি অভিমানে ঘরে আগুন দিয়ে পালিয়ে যান।’

মাদারীপুর সদরে তালাবদ্ধ ঘরে পুড়ে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় তাদের মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তানদের হত্যার কথা তিনি স্বীকার করেছেন বলে জানিয়েছেন ওসি।

রাজধানীর কাকরাইল এলাকা থেকে মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।

গ্রেপ্তার পূর্ণিমা বৈদ্য সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী এলাকার মানিক বৈদ্যর স্ত্রী। সদর উপজেলার ঝিকরহাটি এলাকার টিনশেড ঘরে দুই সন্তানকে নিয়ে তারা ভাড়া থাকতেন।

ওই ঘরে গত সোমবার দুপুরে হঠাৎ আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা। বাইরে থেকে তালা দেয়া দরজা ভেঙে পানি দিয়ে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ভেতরে দুই শিশুকে পুড়ে যাওয়া অবস্থায় পায়। এর মধ্যে দেড় বছরের মানদ ঘটনাস্থলেই মারা যায়। আড়াই বছরের রুদ্রকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই লাপাত্তা ছিলেন শিশুদের মা।

ওসি মনোয়ার হোসেন বলেন, ‘শিশুদের বাবা মানিক বৈদ্য ৪ থেকে ৫টি মামলার আসামি। একটি মামলায় তিনি এখন কারাগারে। তার সঙ্গে দীর্ঘদিন ধরেই কলহ চলছিল স্ত্রী পূর্ণিমার। তিনি অভিমানে ঘরে আগুন দিয়ে পালিয়ে যান।

‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্ণিমা সন্তানদের হত্যার কথা স্বীকার করেছেন। শিশু দুটির চাচি রত্মা রানী থানায় পূর্ণিমার নামে মামলা করেছেন।’

এ বিভাগের আরো খবর