জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে আ ফ ম কামালউদ্দিন হল এবং মওলানা ভাসানী হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় দুই হলের শিক্ষার্থীরা ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসে।
এ ঘটনায় ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা শামছুর রহমান বলেন, ‘কতজন আহত হয়েছে তা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে কমপক্ষে ২৫ জনের মত আহত হয়েছে, যাদের মধ্যে ৫ জনের অবস্থা খারাপ ছিল। ৪ জনের মাথায় ইটের আঘাত লেগেছে এবং ২ জন মুখে ও দাঁতে আঘাতপ্রাপ্ত হয়েছেন।’
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছিল চ্যান্সেলর কাপ-এর ফুটবল ম্যাচ। এ ম্যাচে একে অপরের মুখোমুখি হয় আ ফ ম কামালউদ্দিন হল এবং মওলানা ভাসানী হল।
খেলা চলার সময় রেফারির একটি সিদ্ধান্তে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।
সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও হল প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও পরে খেলা বাদ রেখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিজেদের হলের দিকে ফিরে যান এবং দুই হলের শিক্ষার্থীরা বটতলায় গিয়ে মুখোমুখি অবস্থান নেন।
পরে রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নূরুল আলম, প্রাধ্যক্ষ কমিটির সভাপতি আব্দুল্লাহ হেল কাফি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসানসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থল এবং দুই হল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপাচার্য নূরুল আলম বলেন, ‘আমরা সবকিছু পরিদর্শন করেছি, পরিস্থিতি এখনও উত্তপ্ত। আমরা আলোচনা করে সার্বিক ব্যবস্থা নেব।’
এ সময় তিনি আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে বলেও জানান।