পুলিশের বিশেষ অভিযানে এখন পর্যন্ত খুলনায় বিএনপির ৫৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার বিকেলে শুরু হওয়া গ্রেপ্তার অভিযান এখনও চলমান রয়েছে।
মঙ্গলবার রাতে জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী এক বিজ্ঞপ্তিতে অভিযোগ করেছেন, খুলনার প্রত্যন্ত গ্রামগুলোতেও সাধারণ মানুষকে ব্যাপক হয়রানি করছে পুলিশ। বাড়ি-বাড়ি তল্লাশির নামে অবুঝ শিশুসহ নারীদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করছে তারা।
তা ছাড়া কল্পকাহিনী সাজিয়ে বিভিন্ন থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা করে সেসব মামলায় বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার দেখানো হচ্ছে। এভাবে রূপসা, ডুমুরিয়া ও বটিয়াঘাটায় তিনটি মামলা করে মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে খুলনা মহানগর বিএনপির অহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন জানিয়েছেন, সদর থানার একটি মামলায় খুলনা মহানগরের বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত বিএনপির ৪০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ‘সব মিলিয়ে বিএনপির ৫৫ জন নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া চারটি মামলার তথ্য আমরা পেয়েছি। ধারণা করছি, অন্যান্য থানায়ও গায়েবি মামলা হয়েছে।’