ঢাকায় ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে প্রায় ১৫০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভার বরাত দিয়ে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এমন অভিযোগ করা হয়।
বিজ্ঞপ্তিতে বিএনপি দাবি করেছে, ঢাকার সমাবেশকে কেন্দ্র করে সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করছে। বাড়ি বাড়ি পুলিশের তল্লাশি, নির্যাতনে দেশে একটা ভয়াবহ ভীতি ও ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে।
সভা মনে করে, বিএনপির সংবিধান সম্মত ১০ ডিসেম্বরের সমাবেশ নস্যাৎ করার হীন উদ্দেশ্যে সরকার এই ধরনের নির্যাতনের পথ বেছে নিয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে। পরিস্থিতি উদ্বেগজনক ও ভীতিকর করে তুলতে চাইছে সরকার।
অবিলম্বে বেআইনি গ্রেপ্তার, মিথ্যা মামলা, তল্লাশি বন্ধের পাশাপাশি গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন বিএনপির নেতারা। শত বাধা উপেক্ষা করে জনগণ সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশ নেবে বলে আশাবাদ জানান তারা।