বিএনপিকে ১০ ডিসেম্বর সমাবেশ করার জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর বাইরে বিকল্প কোনো ভেন্যুতে অনুমতির বিষয় ডিএমপির ভাবনায় নেই বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র মো. ফারুক হোসেন।
মঙ্গলবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত বিকল্প কোনো ভেন্যুর কথা চিন্তা করা হয়নি। আমরা তাদের সোহরাওয়ার্দী উদ্যানে পারমিশন দিয়েছি। এখন পর্যন্ত আমরা এই সিদ্ধান্তেই আছি।’
ফারুক হোসেন বলেন, ‘বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে না গিয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ব্যাপারে অনড়। বিনানুমতিতে তারা এখানে সমাবেশ করলে তা হবে বেআইনি। আর সেখানে জনসমাবেশ হতে দেয়া হবে না।
‘এই বেআইনি সমাবেশে যারা উপস্থিত থাকবে তারা যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটায়, ভাঙচুর করে, আগুন-সন্ত্রাস করে তাহলে তাদের আমরা ইভাকুলেট করে দেব। সেখানে জনসমাবেশ হতে দেব না। এখন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে এটাই সিদ্ধান্ত।’