নাতিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মজিবরও। তাদেরকে আশপাশের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পর্শে দাদা ও তার শিশু নাতির মৃত্যু হয়েছে।
উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দারপাড়া গ্রামে মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই গ্রামের মজিবর রহমান সকালে বাড়ির পাশের জমিতে বিদ্যুৎচালিত সেচযন্ত্র দিয়ে সেচের কাজ করছিলেন। এ সময় জমিতে খেলতে থাকা তার নাতি ৩ বছরের কাওসার ওই সেচযন্ত্রের তারে জড়িয়ে যায়।
নাতিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মজিবরও। তাদেরকে আশপাশের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।