বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রায়পুরায় কলাবাগানে দুই মরদেহ: একজনের পরিচয় শনাক্ত

  •    
  • ৬ ডিসেম্বর, ২০২২ ১২:৪৪

শনাক্তকৃত ব্যক্তির নাম আলী হোসেন। তিনি রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের ছেলে।

নরসিংদীর রায়পুরায় কলাবাগান থেকে মৃত অবস্থায় উদ্ধার হওয়া দুই ব্যক্তির মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

মরদেহ উদ্ধারের পরের দিন মঙ্গলবার রায়পুরা থানার পরিদর্শক গোবিন্দ সরকার সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, শনাক্তকৃত ব্যক্তির নাম আলী হোসেন। তিনি রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের ছেলে।

গোবিন্দ সরকার আরও জানান, কলাবাগান থেকে উদ্ধার হওয়া অন্যজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রায়পুরার শেরপুর এলাকার বেড়িবাঁধ সংলগ্ন একটি কলাবাগানে দুটি রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। তাদের একজনের পরনে বেগুনি রঙের শার্ট ও সাদা-কালো রঙের লুঙ্গি ছিল। অপরজনের পরনে ছিল শুধু সাদা রঙের শার্ট। দুজনের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত ছিল।

পুলিশের ধারণা, রোববার গভীর রাতের কোনো এক সময় দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, সোমবার দুপুর একটার দিকে ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ও পিবিআই সদস্যরা কলাবাগানে যান। পরে দুজনের পরিচয় শনাক্তে আঙুলের ছাপ নেয়া হয়।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে।

এ বিভাগের আরো খবর