বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘুমন্ত অবস্থায় আগুন লেগে কনস্টেবলের মৃত্যু

  •    
  • ৬ ডিসেম্বর, ২০২২ ১১:১৭

হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে।

হবিগঞ্জে বসতঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য।

শহরের দুইনং পুল এলাকায় মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

২৫ বছর বয়সী নিহত পুলিশ সদস্য রুবেল মিয়া হবিগঞ্জ ট্রাফিক অফিসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি সিলেটে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা নিউজবাংলাকে এসব তথ্য জানান।

তিনি জানান, দুইনং পুল এলাকায় একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে পাঁচজন পুলিশ সদস্য থাকতেন। গতকাল একজন ছুটিতে বাড়ি চলে যান। রাতে সেখানে চার পুলিশ সদস্য ঘুমে ছিলেন। ভোররাতে তাদের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এ সময় রুবেল মিয়া পুড়ে মারা যান। বাকি তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে।

এ বিভাগের আরো খবর