কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের ৩০ তম সম্মেলন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ উপলক্ষে ইতোমধ্যেই সংগঠনটির নেতাকর্মীরা এসে পৌঁছেছেন। বিভিন্ন জেলা ও শাখা সংগঠন থেকে কাউন্সিলর ও ডেলিগেটরা সম্মেলনে যোগ দিয়েছেন।
নৌকা আকৃতির মঞ্চ প্রস্তুত। মূল দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও মঞ্চে আসন নিয়েছেন। এখন শুধু অপেক্ষা দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মঙ্গলবার সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধনের কথা রয়েছে।
সম্মেলন উপলক্ষে নেতা-কর্মীরা রং-বেরঙের সাজে সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন। বিশেষ করে সংগঠনটি নারী নেতা-কর্মীরা নানা রঙিন শাড়ি পরে সম্মেলনে যোগ দিয়েছেন।
নেতা-কর্মীরা ব্যানার নিয়ে মিছিল করে সম্মেলন স্থানে ঢুকছেন। আবার রাজধানী ঢাকার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা মোটরসাইকেল যোগে সম্মেলনে আসছেন।
প্রায় পাঁচ বছর পর হতে যাওয়া ছাত্রলীগের সম্মেলন ঘিরে চলছে উৎসবের আমেজ। ছাত্রলীগের নেতাকর্মীরা আশায় বুক বেঁধেছেন নতুন কমিটি নিয়ে।