বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তালাবদ্ধ ঘরে পুড়ল ২ ভাই, মা-নানি পলাতক

  •    
  • ৫ ডিসেম্বর, ২০২২ ১৬:০৭

মাদারীপুর সদর থানার ওসি জানান, একটি মামলায় বাবা জেল-হাজতে থাকলেও ঘটনার পর পাওয়া যাচ্ছে না মা ও নানিকে। বিষয়টি অস্বাভাবিক। এটি হত্যাকাণ্ড নাকি নাশকতা খতিয়ে দেখছে পুলিশ।

মাদারীপুরের উত্তর ঝিকরহাটি গ্রামে তালাবদ্ধ ঘর থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে মা ও নানি পলাতক আছে।

মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামে সোমবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের গোলাম মাওলা মাতুব্বরের মালিকানাধীন একতলা টিনশেড ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকাবাসী। পরে ঘরের তালা ভেঙ্গে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন তারা।

খবর পেয়ে তাদের সাথে যোগ দেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নিয়ন্ত্রনের আগেই পুড়ে মারা যায় এক বছরের একটি শিশু। এ সময় গুরুতর আহত তিন বছর বয়সী সহোদর ভাইকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি।

ওসি জানান, একটি মামলায় বাবা জেল-হাজতে থাকলেও ঘটনার পর পাওয়া যাচ্ছে না মা ও নানিকে। বিষয়টি অস্বাভাবিক। এটি হত্যাকাণ্ড নাকি নাশকতা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় হাজী মোহাম্মদ বাদল মাতুব্বর জানান, পারিবারিক কলহের জেরে প্রায়ই ঝগড়া ও মারামারি করত স্বামী-স্ত্রী দুজনে। দুই মাস আগে একটি মামলায় মানিককে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকে জেলহাজতে রয়েছে সে। সকালে ঘর তালাবদ্ধ করে অন্যত্র চলে যায় মা ও নানি। এর পরপরই ঘটে এই আগুনের ঘটনা।

জোনাবালী মাতুব্বর নামে আরেক ব্যক্তি বলেন, ‘এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। যদিও পারিবারিক ঝামেলায় ঘটনাটি ঘটেছে। এমন ঘটনায় আমরা শোকাহত। যে এমন নিষ্ঠুর ঘটনা ঘটিয়েছে, তার কঠিন বিচার হওয়া উচিত, যাতে আগামীতে কেউ এমন ঘটনা ঘটাতে সাহস না করে।’

এ ব্যাপারে সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার জাহিন আরেফিন বলেন, ‘যখন একটি শিশুকে হাসপাতালে আনা হয়, তখন তার হৃৎপিণ্ড ও অন্যান্য কিছু চেক করে দেখি, সবই অকেঁজো হয়ে গেছে। অথাৎ হাসপতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্য শিশুটি বাড়িতেই পুড়ে মারা যায়।’

মাদারীপুর ফায়াস সার্ভিসের পরিদর্শক নূর মোহাম্মদ শিকদার বলেন, ‘যতটুকু শুনেছি ৬ মাস আগে গোলাম মাওলা মাতুব্বরের ঘর ভাড়া নেন শ্রীনদী এলাকার ভ্যানচালক মানিক বৈদ্য। শাশুড়ি, স্ত্রী ও দুই ছেলে নিয়ে সেখানে থাকতেন তিনি। ঘটনাস্থল থেকে আগুনের আলামত হিসেবে বেশ কিছু মালামাল জব্দ করা হয়েছে। আর আগুন লাগার প্রাথমিক কারণ হিসেবে গ্যাস থেকে সূত্রপাত হয়েছে বলেই মনে হচ্ছে। তারপরেও পুরোপুরি পরে জানানো হবে।’

এ বিভাগের আরো খবর