রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে অবরোধ প্রত্যাহার করেছে ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মীরা।
দীর্ঘ পাঁচ বছরেও ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি না হওয়ায় কমিটির দাবিতে ছাত্রলীগ কর্মীরা অবরোধ করেছিলেন।
জানা যায়, সবশেষ ২০১৭ সালে ঢাকা কলেজের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। এরপর এক সংঘর্ষের ঘটনায় কমিটির সবাইকে বহিষ্কার করে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর এখন পর্যন্ত কোনো কমিটিই পায়নি ঢাকা কলেজ ছাত্রলীগ।
রাত সাড়ে ১০টার দিকে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মীদের সঙ্গে দেখা করতে গেলে কর্মীরা জয়কে কমিটির দাবিতে অবরুদ্ধ করার অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রলীগ কর্মীরা সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে অবরোধ করেন। কিছুক্ষণ পর সেখান হয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম যাওয়ার পর তাদের গাড়ি আটকে দেন বিক্ষুব্ধ কর্মীরা। পরে তারা গাড়ি থেকে নেমে তাদের হলে ফিরে যেতে অনুরোধ করেন। এ সময় কর্মীরা ‘কমিটি চাই, কমিটি ছাড়া ঘরে ফিরব না’ ইত্যাদি স্লোগান দেন।
সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজের ছাত্রলীগের কর্মীরা
এ সময় ক্ষুব্ধ হয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘কিছুদিন পর নতুন নেতৃত্ব আসবে। তখন তোমাদের কমিটি হবে।’
এরপর তারা হাঁটা শুরু করলে একটি পক্ষ তাদের গতিরোধ করে রাস্তায় বসে পড়েন। পরে আরেকটি অংশ তাদের বুঝিয়ে আওয়ামী লীগ নেতাদের চলে যেতে সাহায্য করেন।
এরপর জাহাঙ্গীর কবির নানক ফোন দিয়ে আশ্বাস দেয়ার কথা বলেন ঢাকা কলেজ ছাত্রলীগের এক নেতা। হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘নানক ভাই মাত্রই ফোন দিয়েছেন। তিনি আমাদের বলেছেন, আগামীকাল নেত্রীর সঙ্গে কথা বলে আমাদের কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেবেন৷ তিনি আমাদের ক্যাম্পাসে ফিরে যেতে বলেছেন। আমাদের অবরোধ কর্মসূচি আজকের মতো এখানেই শেষ।’
তবে এদিকে অবরুদ্ধ হওয়ার বিষয়টি অস্বীকার করেন ছাত্রলীগ সভাপতি৷
তিনি বলেন, ‘অবরুদ্ধ হওয়ার বিষয়টি গুজব। ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারির প্রতিদিন হাজার হাজার নেতা-কর্মীর সঙ্গে দেখা করা লাগে। এটি তারই একটি অংশ। আমি ঢাকা কলেজের নেতা-কর্মীদের সঙ্গে প্রতিদিনের মতোই আলাপ করতে এসেছি। কাজেই এখানে অবরুদ্ধ হওয়ার মতো কোনো বিষয় হয়নি।’
দীর্ঘদিন ঢাকা কলেজে কমিটি না থাকার ব্যাপারে তিনি বলেন, ‘আমরা দায়িত্ব পাওয়ার পরপরই করোনা মহামারি শুরু হয়। মহামারিকেন্দ্রিক অনেক কাজ করতে হয়েছে। তার পরও আমরা সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে চেষ্টা করেছি।’
এক দিন পরই ছাত্রলীগের জাতীয় সম্মেলন। এর মধ্যে ঢাকা কলেজের কমিটি দেয়ার সুযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কমিটি দেয়ার চেষ্টা করছি। আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে কথা বলে এটা আমরা বিবেচনা করব।’