ফেনীতে পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপপরিদর্শকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন তার সাবেক স্ত্রী। ফেনী মডেল থানায় তিনি শনিবার রাতে মামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান রোববার এসব নিশ্চিত করেছেন।
অভিযুক্ত আলা উদ্দিন ফেনী ডিএসবির উপপরিদর্শক। ঢাকায় পুলিশ সদর দপ্তরে প্রশিক্ষণে আছেন।
অভিযোগকারী নারী জানান, প্রেমের পর মাহফুজুরের সঙ্গে ২০২০ সালে তার বিয়ে হয়। কয়েক মাসের মধ্যেই হয় বিচ্ছেদ। এরপর তিনি লন্ডনপ্রবাসী যুবককে বিয়ে করেন।
বাদীর অভিযোগ, সম্প্রতি স্বামী লন্ডন ফিরে যাওয়ার পর এসআই আলা উদ্দিন তার সঙ্গে ফের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। গত ২৩ নভেম্বর বিকেলে আলা উদ্দিন তার বাসায় গিয়ে তাকে ধর্ষণ করেন ও বিভিন্ন হুমকি দেন। আলা উদ্দিন ঢাকায় প্রশিক্ষণে চলে যাওয়ার খবর জানার পর শনিবার রাতে থানায় গিয়ে মামলা করেন ওই নারী।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে আলা উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।